আফরোজা সরকার: [২] জেলার কাউনিয়ায় পবিত্র কোরআন শরীফ অবমাননা করার দায়ে আজিজুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার উপজেলার বালাপাড়া মাঠেরপাড় এলাকার ওই ঘটনা ঘটে।
[৩] কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, উপজেলার বালাপাড়া মাঠেরপাড় এলাকার মৃত আব্দুস ছাত্তারের পুত্র আমিনুর রহমান এবং তার বড় ভাই আজিজুল ইসলাম একই বাড়িতে বসবাস করে। আমিনুর রহমান বাড়ির উঠানে সুপারি পুতে রাখে।
[৪] মঙ্গলবার রাতে আমিনুর তার সুপারি উঠাতে গিয়ে দেখেন তার পুতে রাখা সুপারি কে বা কারা তুলে নিয়েছে। তখন তিনি তার বড় ভাই আজিজুল ইসলামকে সন্দেহ করে। পরে দুই ভাইয়ের মধ্যে কথা কটাকাটি শুরু হয়। আজিজুল ইসলাম সন্দেহ ভাঙ্গাতে কোরআন শরীফ এনে শপথ করার এক পর্যায়ে তা পায়ের কাছে পড়ে যায়।
[৫] এ ঘটনায় আমিনুর রহমান তাকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। সম্পাদনা: জেরিন আহমেদ