শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ ক্রীড়াবীদ ও দুই প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: [২] দশ ক্রীড়া ব্যক্তিত্ব এবং দুই প্রতিষ্ঠানকে প্রদান করা হলো শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল অডিটোরিয়ামে পুরস্কারপ্রাপ্তরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকতার হোসেনের হাত থেকে ক্রেস্ট, সম্মাননাপত্র গ্রহণ করেন।

[৩] ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধক্রমে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পুরস্কারপ্রাপ্তদের পুরস্কার হস্তান্তর করা হয়। শুরুতেই পুরস্কার গ্রহণ করেন তিন ক্রীড়াবিদ আর্চার রোমান সানা, সাঁতারু মাহফুজা খাতুন শিলা ও ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। এবছর আজীবন সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন।

[৪] সংগঠক হিসেবে চূড়ান্ত পুরস্কার পেয়েছেন দু'জন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মনজুর কাদের এবং কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্ল। এছাড়া উদীয়মান খেলোয়াড় ক্যাটাগরিতে পুরস্কার নেন ক্রিকেটার আকবর আলী, দাবাড়ু ফাহাদ এবং ফুটবলার উন্নতি খাতুন।

[৫] সংগঠন হিসেবে পুরস্কার পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আর সাংবাদিক হিসেবে পুরস্কার গ্রহণ করেন কামরুজ্জামান। এছাড়া স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে ওয়ালটন। পুরস্কারপ্রাপ্তরা ১ লাখ টাকা ও সম্মাননা স্মারক পান।

[৬] বিসিবির পক্ষ থেকে পুরস্কার নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এছাড়া সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান অসুস্থ থাকায় তার পরিবারের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন জিকরুল হাসান।

[৭] এর আগে সবশেষ ১৯৯১ সালে ঘোষণা করা হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। তবে সেবার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়নি এনএসসি। তিন দশক পর আবারও সেই পুরস্কার প্রবর্তন করছে দেশীয় ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা। এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের নাম যুক্ত করে নতুন আঙ্গিকে দেওয়া হল স্বীকৃতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়