শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০২:০৮ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়িকা তমা মির্জার মুক্তির অপেক্ষায় ৩ ছবি

ইমরুল শাহেদ: চিত্রনায়িকা তমা মির্জা বলেছেন, বর্তমান মহামারির মধ্যে তিনি কোনো কাজই করছেন না। এই সময়টা তিনি পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। নাটক ও ওয়েব সিরিজ প্রযোজনার জন্য তিনি যে কোম্পানি করেছিলেন সেটির কাজও এখন বন্ধ রয়েছে। তিনি বলেন, যেখানে দেশের বড় বড় কোম্পানিগুলোই বন্ধ, সেখানে আমার ছোট কোম্পানির কাজ কিভাবে করি। মহামারি না যাওয়া পর্যন্ত তিনি শুটিংয়ের কোনো কাজই করবেন না। সেটা হতে পারে নাটক বা সিনেমা। তমা জানালেন, প্রায় দুই বছর ধরে সিনেমার কোনো শুটিং করতে পারছেন না। করোনা মহামারিই এই দীর্ঘ বিরতির মূল কারণ। তাই তো তাকে হাঁটতে হয়েছে ভিন্নপথে। এমনকি পরকিল্পনাতেও নানান পরিবর্তন আনতে হয়েছে। পর্দার বদলে কাজ করেছেন ওয়েব প্ল্যাটফর্মে। সেখানকার কাজও তার বন্ধ।

উল্লেখ করার বিষয় হলো, রায়হান রাফির ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’তে দেখা গেছে তাকে। তমা গণমাধ্যমকে জানান, সিনেমা হলের প্রতি তার একটি আলাদা মায়া কাজ করে। ওয়েবে কাজ করলেও সিনেমার শুটিং করার জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন। অপেক্ষা করছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। করোনার প্রকোপ কমলেই নতুন কোনো সিনেমার শুটিং শুরু করতে চান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ নায়িকা। তমার হাতে রয়েছে তিনটি ছবির কাজ। এর মধ্যে শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ ছবির শুটিং শেষ। এ ছাড়া শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপকাহিনী’ ও আরিফুজ্জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবি দু’টির শুটিংয়ের কাজ প্রায় শেষ করেছেন তিনি।

এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১০ সালে তমা চলচ্চিত্রে অভিষিক্ত হন। বেশ কিছু চলচ্চিত্রে পার্শ্বনায়িকা হিসেবে অভিনয় করেন। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তিনি। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও তিনি শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’, দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’, রয়েল খানের ‘গেইম রিটার্নস’ ও মারিয়া তুষারের ‘গ্রাস’, সাদাত হোসাইনের ‘গহীনের গান’ চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও নাটকেও অভিনয় করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়