শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ০৯:২৮ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নুরুল হক প্রকাশ নুরু (৪৫ )নামে এক রোহিঙ্গা। নিহত রোহিঙ্গা ডাকাত নুরু বাহিনীর প্রধান ছিলেন বলে দাবি র‌্যাবের।

[৩] বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোররাতে উপজেলার হ্নীলা ইউপি দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] নিহত রোহিঙ্গা ডাকাত সেই হ্নীলা ইউপি মোচনী ২৬নম্বর ক্যাম্পের বল্ক সি বাসিন্দা মৃত আবুল বশর প্রকাশ আহমেদের ছেলে।

[৫] এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন- সিপিএ মো. ইয়াছিন (২৮), কনস্টেবল মো. মাহফুজুল আলম (৩০)।

[৫] বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটিদল অপহরণ ও ডাকাতির খবর পেয়ে দমদমিয়া এলাকায় অভিযানে যায়। ডাকাত দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অর্তকিতভাবে গুলি চালায়। এতে র‌্যাবের দুই সদস্য আহত হয়। র‌্যাবও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় তৈরি লম্বা বন্দুক, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন,
৪ রাউন্ড গুলিসহ গুলিবিদ্ধ অবস্থায় রোহিঙ্গা ডাকাত নুরুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের আহত দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

[৭] টেকনাফ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্র দেব বলেন, রাতে র‌্যাব তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। তারমধ্যে একজন পরিচয়ে রোহিঙ্গা সাধারণ লোক ও দুইজন র‌্যাবের সদস্য ছিলেন। হাসপাতালে আনার আগেই সাধারণ লোক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তবে তার শরীরের তিনটি গুলির চিহ্ন দেখা গেছে। আহত দুই র‌্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়