শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনতা

নুর উদ্দিন মুরাদ : [২] নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়ন থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় জনতা।

[৩] বুধবার (৪ আগস্ট) চর এলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেঞ্জু মাঝির ঘাট নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে কোম্পানিগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

[৪] আটককৃত রোহিঙ্গারা জানান, তারা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে করে কক্সবাজারেরকুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা করেছিল। কিন্তু দালালেরা তাদেরকে চর এলাহীর হেঞ্জু মাঝির ঘাট নামক এলাকায়নামিয়ে দিয়ে চলে যায়।

[৫] এ বিষয়ে চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দৈনিক আমাদের নতুন সময়'কে বলেন, আজ বিকাল তিনটার দিকে আমার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেঞ্জু মাঝির ঘাট নামক এলাকা থেকে নারী শিশুসহ মোট ১৪ জন রোহিঙ্গাকেআটক করে স্থানীয় জনতা, পরে তারা আমাকে বিষয়টি জানালে আমি তাদেরকে পরিষদে নিয়ে এসে কোম্পানিগঞ্জ থানাকেবিষয়টি অবগত করি। ইতিমধ্যে থানা থেকে পুলিশ রওয়ানা করেছে আমরা এই ১৪ জন রোহিঙ্গাকে পুলিশের কাছে হস্তান্তর করাহয়েছে।

[৬] উল্লেখ্য এর আগেও এই একই স্থান থেকে ১২ জন রোহিঙ্গা নারী পুরুষকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়