শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্থসঙ্কটে ইসলামাবাদের সরকারি বাসভবন ভাড়া দিচ্ছেন ইমরান!

রাশিদুল ইসলাম : [২] চরম অর্থসঙ্কটে পড়ে ইসলামাবাদের সরকারি বাসভবন ভাড়া দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের ভাবমূর্তির পক্ষে নিঃসন্দেহে অস্বস্তির খবর এটি। দি ওয়াল

[৩] পাকিস্তানের ফেডারাল ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, ইমরানের বাসভবনে ভাড়ার বিনিময়ে সাংস্কৃতিক, ফ্যাশন, শিক্ষামূলক ও অন্য ধরনের অনুষ্ঠান করতে পারবেন লোকজন, এমনই দাবি করা হচ্ছে দেশটির কয়েকটি মহল থেকে।

[৪] ২০১৮ সালে শাসক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছিল, ইমরান ইসলামাবাদের বিলাসবহুল, প্রাসাদোপম বাসভবনে থাকবেন না, সেটি একটি পোস্ট গ্র্যাজুয়েট প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পরিণত হবে। সেখানে বসবাসের বিপুল আর্থিক খরচ ছেঁটে তা সরকারি কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

[৫] এও বলা হয়েছিল গভর্নররাও তাদের সরকারি বাসভবন ছেড়ে দেবেন। পাকিস্তানের শিক্ষামন্ত্রী সাফাকাত মেহমুদ তখন জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের খরচই ৪৭ কোটি টাকা। তাই ইমরান বাড়িটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। লাহোরে গভর্নর হাউস মিউজিয়াম ও আর্ট গ্যালারিতে পরিণত হবে, মুরির পাঞ্জাব হাউসেও ট্যুরিস্ট কমপ্লেক্স হবে, করাচির গভর্নর হাউসে তৈরি হবে মিউজিয়াম।

[৬] ইমরান স্বীকার করেছিলেন, পাক সরকারের তহবিলে সরকারি উন্নয়নমূলক কাজে খরচ করার মতো অর্থ নেই, অথচ দেশের কিছু কিছু লোক ‘আমাদের ঔপনিবেশিক প্রভুদের মতো বিলাসবহুল জীবন যাপন করছেন!’ তবে ইমরানের শাসনেও গত ৩ বছরে পাকিস্তানের অর্থনীতির সঙ্কোচন হয়েছে ১৯ বিলিয়ন মার্কিন ডলার।

[৭] ২০১৯ সালে ইমরানের বাসভবন এক সামরিক কর্তার মেয়ের বিয়ের জন্য তা ভাড়া দেওয়া হয়। সেখানে হাজির ছিলেন ইমরানও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়