শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ১১:৪৬ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ১১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নগরকান্দায় বিরল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে দ্বারে দ্বারে ঘুরছে মা !

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের নগরকান্দায় বিরল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে দ্বারে দ্বারে ঘুরছে হতদরিদ্র অসহায় এক মা। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না ছেলেকে। এখন ছেলের মৃত্যুর প্রহর গুণছেন অভাগী মা।

[৩] বিরল রোগে আক্রান্ত ছেলেটি নগরকান্দা পৌরসভার ২ নং ওয়ার্ডের মাতুব্বর বাড়ির মান্নান শেখ ও আঙ্গুরী বেগম দম্পতির ছেলে জামিল হোসেন (১২)। ছেলেটা পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।

[৪] ছেলেটির মা আঙ্গুরী বেগম বলেন, জন্মের পর থেকেই চোখের উপর অস্বাভাবিক কিছু একটা লক্ষ্য করছিলাম। স্থানীয় চিকিৎসকদের কাছে গেলে তারা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। আমরা গরীব মানুষ আর্থিক সমস্যার জন্য উন্নত চিকিৎসা আর করাতে পারিনি।

[৫] তিনি বলেন, এখন ছেলের বয়স বাড়ার সাথে সাথে চোখের উপরের অংশটি বড় হয়েই চলেছে। তিনি আরো বলেন, আমার চাচাতো ভাইয়ের এই রোগটি হয়েছিল সে ২০ বছর বয়সে মারা যায়। আমি মা হয়ে ছেলের চিকিৎসা করাতে পারছি না এর চেয়ে কষ্ট কি হতে পারে? ওর বাবা কয়েক বছর হলো দ্বিতীয় বিয়ে করে এখন আমাদের খোঁজ-খবর নেন না। ছেলেকে বাঁচাতে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন করছি। যাতে আমার ছেলেকে উন্নত চিকিৎসা করে বাঁচতে পারি।

[৬] নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু বলেন, আমি আপনার মাধ্যমে খবরটি জানতে পারলাম। আমি আগামীকালই ওই বাড়িতে যাবো এবং খোঁজ খবর নেব। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পরিবারটির পক্ষ থেকে জানানো হয়, যদি কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটিকে সহযোগিতা করতে চান তাহলে যোগাযোগ করতে বলা হয়েছে ছেলেটির মা আঙ্গুরী বেগম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়