শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিটি করপোরেশনে মডার্না-জেলা ও উপজেলায় সিনোফার্মের টিকা: ইপিআই

শাহীন খন্দকার: [২] আগামী ৭ আগস্ট দেশে টিকাদান ক্যাম্পেইন চলাকালীন সিটি করপোরেশন এলাকায় মডার্নার ভ্যাকসিন ও জেলা-উপজেলায় সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স চৌধুরী।

[৩] মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন হস্তান্তর শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কত সংখ্যক ভ্যাকসিন জেলা উপজেলায় যাবে জানতে চাইলে ইপিআই প্রোগ্রাম ম্যানেজার মাওলা বক্স চৌধুরী বলেন, আজ যে ভ্যাকসিন এসেছে এবং আগে যে ভ্যাকসিন রয়েছে তার সংখ্যা সমন্বয় করে মোট কি পরিমাণ ভ্যাকসিন যাবে তা স্বাস্থ্যমন্ত্রী জানাবেন। ‘টিকা ছাড়া বাইরে ঘোরাঘুরি করা যাবে না’ এই নির্দেশনার বর্তমান প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক?

[৪] সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইপিআই প্রোগ্রাম ম্যানেজার মাওলা বক্স চৌধুরী বলেন, ক্রমান্বয়ে আমাদের দেশে ভ্যাকসিন আসছে। তবে এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে একদিনেই তো সবাইকে ভ্যাকসিন দিতে পারবো না। ক্রমান্বয় সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, টিকাদান কর্মসূচি চলাকালীন একদিনে প্রচুর পরিমাণে ভ্যাকসিন দেওয়ার সক্ষমতা রয়েছে।

[৫] তিনি বলেন, যারা বিদেশগামী তাদের সবাইকেই টিকার আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যেই অনেকে টিকা নিয়েছেন। যারা নেইনি তাদের অবশ্যই এই টিকার আওতাভুক্ত করা হবে। তিনি আরও বলেন, মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটে জাপান থেকে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা ঢাকায় এসেছে। জাপান সরকার জানিয়েছে আগামীতে অ্যাস্ট্রাজেনেকার আরও টিকা আসবে বাংলাদেশে। এ পর্যন্ত তিনটি চালানে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার মোট ১৬ লাখ ৪৩ হাজার ১০০ ডোজ টিকা এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়