শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৭:০০ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে করোনায় মারে গেলেন সাবেক সিভিল সার্জন ডা. শফিউদ্দিন

সোহেল মিয়া: [২] এবার করোনায় মারা গেলেন বরিশালের সাবেক সিভিল সার্জন ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডা. এ এফ এম শফিউদ্দিন পাতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির।

[৩] মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকার শেখ রাসেল জাতীয় গেস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি মারা যান।

[৪] তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা এবং পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদকও ছিলেন। ডা. এ এফ এম সফিউদ্দিন পাতা রোটারি ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

[৫] তার মৃত্যুতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্নার শান্তি কামনাসহ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

[৬] আরো শোক জানিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী, দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও প্রকাশক এবং রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম বুড়ো।

[৭] ডা. এ এস এম শফিউদ্দিন পাতার সাবেক কর্মস্থল বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাফিন জব্বার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, ডা. এ এস এম শফিউদ্দিন পাতা স্যার ছিলেন আমাদের স্বাস্থ্য বিভাগের অভিভাবক। যে কোনও সংকটময় সময়ে স্যারের কাছে গেলে স্যার আমাদেরকে সাহায্য করতেন। শুধু চিকিৎসা ক্ষেত্রেই নয়, তিনি রাজনৈতিক অঙ্গন থেকেও গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। স্যারের এই মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।

[৮] রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম বলেন, ডা. এ এস এম শফিউদ্দিন পাতা ছিলেন দক্ষ ও সৎ রাজনৈতিক নেতা। তার রাজনৈতিক জীবনে তিনি শুধু নির্যাতিত-নিপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার মৃত্যুতে পাংশাবাসী একজন সাদা মনের সৎ রাজনৈতিক ও একজন বিশিষ্ট চিকিৎসককে হারালো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়