শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক সেবনের সময় সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার হাতীবান্ধায় ইয়াবা ও গাঁজা ক্রয় ও সেবন করতে গিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহেম্মদ বাপ্পীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] সোমবার দিবাগত মধ্য রাতে ওই উপজেলার মধ্য গড্ডিমারী এলাকা থেকে তাদের আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

[৪] গ্রেফতারকৃর্তরা হলেন, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিঙ্গিমারী গ্রামের আদম শফিউল্লাহ’র পুত্র নিয়াজ আহেম্মদ বাপ্পী, ওই গ্রামের আব্দুর রহমানের পুত্র আতোয়ার রহমান, নুর ইসলামের পুত্র লাভলু হোসেন, টংভাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের পুত্র ফাহমিদুল ইসলাম সিক্ত।

[৫] পুলিশ জানান, গোপন সাংবাদের ভিত্তিতে ওই উপজেলার মধ্য গড্ডিমারী এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ওই এলাকার সমজুদ্দিনের পুত্র জাহাঙ্গীরের বাড়ি থেকে ৮ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

[৬] অভিযোগ রয়েছে, ওই ইউনিয়নের মেডিকেল মোড় এলাকায় নিয়মিত মাদকের আড্ডা বসে। সেই আড্ডার আয়োজন করে দুই জন মাদক ব্যবসায়ী। বহিরাগত মাদক সেবনকারী ওই আড্ডায় যায়। এ সবের কলকাঠি নেপথ্যে একজন সাবেক ছাত্র নেতার হাতে।

[৭] হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আটকদের দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়