শিরোনাম

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

মাহিন সরকার : [২] অবশেষে সন্ধ্যা ৬টায় মাঠে গড়াচ্ছে বহুল আলোচিত-সমালোচিত আর শর্তের বেড়াজালে ঘেরা বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

[৩] বাংলাদেশের একাদশে পেসার আছেন দুইজন মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। একাদশে সুযোগ হয়নি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনেরও। সুযোগ পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান।

[৪] দেশের তিনটি চ্যানেলে খেলাগুলো দেখানো হবে। একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশনে সরাসরি খেলা দেখা যাবে। আর অনলাইনে খেলা দেখা যাবে রেবিটহোলস্পোর্টসে।

[৫] বাংলাদেশ একাদশ : নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

[৬] অস্ট্রেলিয়া একাদশ : অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপ, মিচেল মার্শ, মইসেস হ্যানরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়