শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৫:৪০ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অলিম্পিক গেমস ফুটবলে টানা দ্বিতীয়বার ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: [২] টোকিও অলিম্পিক গেমস ফুটবলের সেমিফাইনালে তেমন প্রতিদ্বন্দ্বীতা হয়নি। অনায়াস জয় পেয়ে দ্বিতীয়বার ফাইনালে উঠলো ২০১৬ সালের রিওডি জেনেরিও অলিম্পিকের চ্যাম্পিয়ন ব্রাজিল। তারা মেক্সিকোকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়েছে। খেলার নির্ধারিত সময় পর্যন্ত কোনও দল গোল দিতে না পারায় ম্যাচটি অতিরিক্তি সময়ে গড়ায়।

[৩] আজ মঙ্গলবার (৩ আগস্ট) টোকিও’র কাশিমা সকার স্টেডিয়ামে একের পর এক আক্রমণ চালাতে থাকে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গুলেরমো অচোয়ার কাছে সব আক্রমণ ব্যর্থ হয়। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের গোল করতে পারেনি দুই দলের খেলোয়াড়রা। ফলে অতিরিক্ত ৩০ মিনিট খেলা পরিচালনা করেন রেফারি। এই সময়ের মধ্যেও খেলার ফলাফল না হওয়ায় টাইব্রেকারে দলের ভাগ্য নির্ধারণ করা হয়।

[৪] ‘ডি’ গ্রুপে জার্মানি ও সৌদি আরবকে হারিয়ে আর আইভোরি কোস্টের বিপক্ষে ড্র করে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে মিশরকে ১-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে তারা।

[৫] অন্যদিকে ‘এ’ গ্রুপে ফ্রান্স ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায় মেক্সিকো। জাপানের বিপক্ষে হারলেও কোয়ার্টারে জায়গা করে নিতে সমস্যা হয়নি তাদের। শেষ চার নিশ্চিতের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে মেক্সিকানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়