শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে দুবাইয়ে নারী পাচার, গ্রেপ্তার ৪

মাসুদ আলম: [২] সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু নামের এক দুবাই প্রবাসী যুবকের সঙ্গে বন্ধুত্ব হয় শামীমা আক্তারের। চলতি বছর ফেব্রুয়ারি মাসে দেশে আসেন অপু। নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় অপুর সঙ্গে দেখা করতে যান শামীমা। সঙ্গে নিয়ে যান তার এক বান্ধবীকে। প্রথম দেখায় শামীমার বান্ধবীকে দুবাইয়ের একটি শপিং মলে ৫০ হাজার টাকা বেতনে চাকরির অফার দেন অপু। রঙিন জগৎ আর বেশি উপার্জনের স্বপ্নে বিভোর ওই তরুণী পরিবারকে না জানিয়েই দেশ ছাড়েন। বিনা খরচে দুবাই পৌঁছে যাওয়া ওই তরুণী পাচার চক্রের খপ্পরে পড়েন। সেই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তাকে অসামাজিক কাজে বাধ্য করেন কামাল।

[৩] র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস বলেন, সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর ডেমরা, কেরানীগঞ্জ ও মানিকগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শামীমা আক্তার, শংকর বিশ্বাস, শেখ হানিফ মিয়া ও জুয়েল হোসাইন। তাদের কাছ থেকে মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয় ।

[৪] তিনি আরও বলেন, ভুক্তভোগী ওই তরুণীকে পরিবারের সদ্যদের কাছে বিষয়টি গোপন রাখতে বলেন অপু। এরপর ওই তরুণীকে গোপনে পাসপোর্ট তৈরি করে দেন তার বান্ধবী শামীমা। এরপর অপু পাচার চক্রের মূলহোতা দুবাই প্রবাসী মো. কামাল হোসাইনের (৩৮) মোবাইল নম্বর দেন ভুক্তভোগী ওই তরুণীকে। কামাল তাকে রাজধানীর পল্টন এলাকার মেসার্স মেহরাব এয়ার ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্ট ও টিকেট ম্যানেজার শেখ হানিফ মিয়ার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। কামালের কথা মতো তাকে পাসপোর্ট দেন ওই তরুণী। হানিফ মিয়ার সঙ্গে কামাল হোসাইনের পরিচয় মো. জুয়েল হোসাইনের মাধ্যমে। তিনি নিজেও একজন দুবাই প্রবাসী। ঈদুল ফিতরের ছুটি কাটাতে দেশে আসেন। এসময় কামাল জুয়েলের মাধ্যমে হানিফকে ১ লাখ ৩০ হাজার টাকা পাঠান।

[৫] তিনি বলেন, হানিফ তার কর্মচারী শংকর বিশ্বাসের মাধ্যমে তিন মাস মেয়াদি দুবাইয়ের টুরিস্ট ভিসা এবং উড়োজাহাজের টিকিটের ব্যবস্থা করে দেন। গত ৩০ এপ্রিল রাতে ভুক্তভোগী ওই তরুণী তার পরিবারকে কিছু না জানিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন। দুবাই বিমান বন্দরে পৌঁছলে কামাল তাকে তার বাসায় নিয়ে যান এবং পাসপোর্টটি নিয়ে রাখেন। তারপর কামাল ভুক্তভোগী ওই তরুণীকে ধর্ষণ করেন। নিজের ভুল বুঝতে পেরে মায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন ওই তরুণী। আকুতি জানান তাকে উদ্ধারের। কামাল ২২ বছর ধরে দুবাইয়ে বসবাস করে। দুবাইয়ে সুমাইয়া নামে তার এক নারী সহযোগীও রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়