শিরোনাম

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০১:৪৩ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাশিয়া ফেরত বিমানই চীনে ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের উৎস

সুমাইয়া ঐশী:[২] প্রথম করোনা শনাক্ত হওয়া উহান শহরে পরীক্ষা করা হচ্ছে সব নাগরিককে [৩] গত ২০ জুলাই চীনের নানজিং প্রদেশে ডেল্টা সংত্রমণ শুরু হয়। ২০২০ সালের জুন মাসের পর আবারো করোনার মুখোমুখি চীন। এখন পর্যন্ত ১৫টি প্রদেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা। চীনা সংবাদমাধ্যম পিপলস ডেইলি বলছে, রাশিয়া থেকে নানজিং বিমানবন্দরে আসা একটি যাত্রীবাহী বিমানই করোনা নতুন এ সংত্রমণের উৎস হিসেবে চিহ্নিত হয়েছে। ঐ বিমানবন্দরের একজন পরিচ্ছন্নকর্মী প্রথম ডেল্টা ভ্যারিয়েন্টের সংস্পর্শে আসে।
[৪] ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ক্রমেই খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে চীন। মাত্র ১০দিনে চীনের ৩০০ জন নাগরিক করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে নানজিং অঞ্চলেই ৯.২ মিলিয়ন মানুষকে পরীক্ষা করে গোটা এলাকাকে লকডাউনের আওতায় আনা হয়েছে। পিপলস ডেইলি
[৫] করোনার প্রথম শনাক্তকারী চীনা শহর উহানেও বাড়ছে করোনা। সোমবার শহরটিকে সাতজন শনাক্ত হয়েছে। ২০২০ সালের জুন মাসের পর থেকে এই প্রথম হুবেই প্রদেশের এই শহরে করোনা ধরো পড়লো। সুরক্ষার কথা মাথায় রেখে গোটা শহরের বাসিন্দাকে পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে চীনা সরকার। বিবিসি
[৬] করোনার সংক্রমণ ঠেকাতে হাইদিয়ান জেলার ১০ হাজার অধিবাসীর শহর গুয়োক্সিনে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৩১টি প্রদেশে। এখনো পর্যন্ত ঠিক কতজন চীনা নাগরিক ভ্যাকসিনের সব ডোজ সম্পন্ন করেছেন তা জানা না গেলেও, কর্তৃপক্ষ বলছে, মোট ১.৬ বিলিয়ন করোনা টিকা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়