শিরোনাম

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০১:২৩ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ৫০ বছরে অলৌকিক এক গল্পে আর পাকিস্তান দুর্দশার কাহিনীতে পরিণত হয়েছে: আইএফএফআরএস

আসিফুজ্জামান পৃথিল: [২] আইএফএফআরএএস’র প্রতিবেদনে বলা হয়েছে, যে কোন দেশের চেয়ে বাংলাদেশ ভালোভাবে অতিমারি মোকাবেলা করতে পেরেছে।

[৩] কানাডার টরেন্টোভিত্তিক থিংকট্যাংকটি বলছে, আর কোনও দেশ বাংলাদেশের মতো করে করোনা মোকাবেলা করতে পারেনি। আইএফএফআরএএস’র প্রতিবেদনে বলা হয়েছে হেনরি কিসিঞ্জার ভুল ছিলেন। ৫০ বছরের মধ্যে ইসলামাবাদের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে ঢাকা। ইউএনবি

[৪] এই প্রতিবেদনের শিরোনাম, ‘বাংলাদেশ এবং পাকিস্তান-একদার একক রাষ্ট্র, এখন ভিন্ন দুনিয়া।’ এটিতে বলা হয়েছে, কোভিড-১৯ এমন এক পরিস্থিতি যা গত এক শতাব্দিতে দেখা যায়নি। দক্ষিণ এশিয়ার উন্নয়নে এই অতিমারি বড় ধরণের বাঁধার সৃষ্টি করেছে।

[৫] এই প্রতিবেদনে আর বলা হয়েছে, জাতীয় স্বার্থ ভিন্নভাবে বুঝতে পারার কারণেই বাংলাদেশ ও পাকিস্তান আজ সম্পূর্ণ ভিন্ন দুনিয়া। বাংলাদেশ তার ভবিষ্যত দেখতে পেরেছে মানব উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। লক্ষ্য ছিলো রপ্তানি বাড়ানো, বেকারত্ব কমানো, স্বাস্থ্যখাতে উন্নতি, ঋণ ও সহায়তা নির্ভরতা কমানো এবং ক্ষুদ্রঋণের আওতা বৃদ্ধি।

[৬] আর পাকিস্তানের ক্ষেত্রে মানব উন্নয়ন কম গুরুত্ব পেয়েছে। তাদের পলিসিমেকারদের প্রধান লক্ষ্যই ছিলো ভারতকে মাত দেওয়া ও কিছু একটা দেখিয়ে দেওয়া। এসময়ে পাকিস্তান যা করেছে সবই ভারতকে কাউন্টার দিতে গিয়ে। এই পত্রিবেদনে আরও বলা হয়, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা ও নেতাদের শুধুই বাংলাদেশে মনোনিবেশের ফায়দা পেয়েছে ঢাকা।

[৭] সবচেয়ে অনন্যসাধারণ ঘটনা হলো ২০২০ অর্থবর্ষে সারা বিশ্বের অর্থনীতি নেতিবাচক ধারায় চলে গেলেও বাংলাদেশ ৫.২৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২১ সালে ৯ শতাংশ বেড়ে বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ ডলার। পাকিস্তানের মাথাপিছু আয় ১ হাজার ৫৪৩ ডলার। ১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশের চেয়ে ৭০ শতাংশ ধনী ছিলো। আর এখন বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ৪৫ শতাংশ বেশি ধনী। ৫০ বছরে বাংলাদেশের অর্থনীতি ২৭১ গুণ বড় হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়