শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ১২:২৪ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, বস্তিবাসীদের ভাড়ায় ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী

সমীরণ রায় ও মহসীন কবির: [২] মঙ্গলবার (০৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

[৩] এসময় ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঢাকায় নির্মিত ২৪৭৪ ফ্ল্যাটের ৫টি আবাসন প্রকল্প' ও 'মাদারীপুরে নির্মিত সমন্বিত অফিস ভবন উদ্বোধন' এবং 'জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্ব-অর্থায়নে বস্তিবাসীদের জন্য মিরপুরে নির্মিত ভাড়াভিত্তিক ৩০০ ফ্ল্যাট' হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৪] প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আরো আগেই সুন্দর ও উন্নত জীবন পেতো। বাংলাদেশের মানুষ রোগ-শোকে ছিলো। শিক্ষার আলো পেতো না। তাদের ভাগ্যন্নোয়ন করাই ছিলো বঙ্গবন্ধুর মূল লক্ষ্য। এজন্য ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন। আজকে আমরা ক্ষমতায়। সরকারে থেকে তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তন, তাদের জীবন মান উন্নত করা এবং সংবিধানের আলোকের মানুষের মৌলিক চাহিদা পূরণ করে যাচ্ছি।

[৫] তিনি বলেন, এই আগস্ট মাসে বস্তির মানুষগুলি একটা সুন্দর থাকার জায়গা পাবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। সরকারি কর্মকর্তাদের দিয়ে আমরা কাজ করাবো, তাদের ভালোমন্দও তো দেখতে হবে। আমি সরকারে আসার পর উদ্যোগ নিয়েছিলাম, সবাইকে ফ্ল্যাট করে দেবো। সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা করে দেবো, যাতে কর্মকর্তারা ভালোভাবে কাজ করতে পারে। এছাড়া সব জেলা ও উপজেলায় অফিসারদের থাকার জন্য ফ্ল্যাটও করে দেবো।

[৬] শেখ হাসিনা বলেন, বস্তিবাসিরা মানবেতর জীবন যাপন করে। এটি অস্বাস্থ্যকর ও বসবাসের অনুপযোগী। তাদের জন্য সুন্দর ও আধুনিক ব্যবস্থাপনায় থাকার ব্যবস্থা করে দিচ্ছি। ৩০০ পরিবারকে দিচ্ছি ৩০০ ফ্ল্যাট। পর্যায়ক্রমে সবাইকে ফ্ল্যাট দেবো। কেউ গ্রামে যেতে চাইলে সে ব্যবস্থাও করবো। গ্রামে ঘরবাড়ি করে দেবো। ঢাকায় ফ্ল্যাটে থাকলে মাসে ভাড়া দিয়ে থাকতে হবে। গ্রামে গেলে সব বিনামূল্যে করে দেয়া হবে।

[৭] বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রান্তে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার। এছাড়া মন্ত্রী ও সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বস্তিবাসী হিসেবে ভাড়াভিত্তিক ফ্ল্যাটের মালিকানাপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্পাদনা : মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়