শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০৩:৩৯ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অজয় দাশগুপ্ত: জরুরি বিষয় হওয়া উচিত করোনা, কিন্তু দেশে এখন সবচেয়ে জরুরি হয়ে গেছে বিয়ারের ক্যান, হরিণের চামড়া, মদের বোতল আর মডেল!

অজয় দাশগুপ্ত: জরুরি বিষয় হওয়া উচিত করোনা। কোভিডে তছনছ হয়ে যাওয়া সমাজ। জরুরিতম বিষয় হওয়া উচিত জীবন, অক্সিজেন,আইসিইউ, ভেন্টিলেটর। জরুরি বন্ধ হয়ে থাকা শিক্ষার দুয়ার খোলা। পোশাক শ্রমিকদের নিরাপত্তা। নিরন্ন নিম্নবিত্ত মধ্যবিত্তের জীবন বাঁচানো। ঘরে ঘরে অসহায় কিশোর-কিশোরী, বালক-বালিকা, তরুণ-তরুণীর মানসিক স্বাস্থ্য হওয়া উচিত জাতীয় বিষয়।

এখানে মানে সিডনিতে রোজ দুইশ মতো কেইস। তাতেই সরকারের পাগল পাগল অবস্থা। রোজ সকাল ১১ টায় প্রিমিয়ার মানে মুখ্যমন্ত্রী হাজির, সাথে চিফ ডাক্তার, পুলিশ কমিশনার ও হেলথ মিনিস্টার। না ফুল সাজানো কোনো টেবিল নেই। চেয়ারও না। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হয় তাঁদের। কী হচ্ছে, কেন হচ্ছে, কী তার প্রতিকার আর নিয়ম না মানলে কী হবেÑু এ কথাগুলো বলাই তো রাজনীতি। রাজনীতিতে মানুষ দরকারি হয়ে থাকলে এটাই নিয়ম।

দেশে দেখি উল্টো। সবচেয়ে জরুরি হয়ে গেছে বিয়ারের ক্যান, হরিণের চামড়া মদের বোতল। ভাগ্যিস পাড়ার বড়লোক সুফি সাহেব ও তেওয়ারী সাহেব ইন্তেকাল করেছিলেন। তাঁদের বাড়িতে ছেলেবেলায় কারণে অকারণে ঢুকে পড়তাম, দেয়ালে ঝোলানো হরিণের শিং ও একফালি চামড়া দেখতে। আভিজাত্য কবে থেকে অপরাধ হলো কে জানে? ও হ্যাঁ। জরুরি বিষয় হলো আবারও বিয়ার, মদ, চামড়া পাওয়া গেছে। এবার মডেলের নাম পিয়াসা। মিটিলো না তিয়াসারে ভাই মিটিলো না...! লেখক : কলামিস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়