শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২১, ০১:৫২ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাবাহিনীর ক্যাপ্টেন মেয়েকে পুলিশের এসআই বাবার স্যালুট

আফরোজা সরকার : [২] বাবা পুলিশের এসআই আর মেয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন। সদ্য পদোন্নতিপ্রাপ্ত মেয়ের মুখোমুখি বাবা। বাবা-মেয়ে উভয় উভয়কে দিলেন স্যালুট। দেশে ঘটল বিরল ঘটনা। দেশ সেবায় নিয়োজিত দুই বাহিনীর এ দুই কর্মকর্তার ছবিটি সোমবার দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে বাবা-মেয়ে।

[৩] খোঁজ নিয়ে জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের বাসিন্দা রংপুর গঙ্গাচড়া মডেল থানার এসআই আব্দুস সালামের তিন সন্তানের মধ্যে বড় মেয়ে ডা. শাহনাজ পারভীন। তিনি কুড়িগ্রাম ফুলবাড়ী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। ভর্তি পরীক্ষার মাধ্যমে রংপুর মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ পান শাহনাজ পারভীন। এমবিবিএস শেষ করে সেনাবাহিনীতে যোগদান করেন তিনি।

[৪] গঙ্গাচড়া থানায় কর্মরত এসআই আব্দুস সালাম বলেন, আমার মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করছে। এ জন্য আমি একজন বাবা হিসেবে গর্বিত। প্রত্যেক বাবা তার মেয়ের প্রতি যত্নশীল হলে সেই মেয়েরা দেশের জন্য অবদান রাখতে পারবে।

[৫] জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, বাবা থানার এসআই ও মেয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন। সন্তানের কাছে ধৈর্য, কষ্টসহিষ্ণু ও নৈতিক আদর্শের প্রতীক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই কেবল এ ধরনের অসাধারণ মুহূর্তের উদ্ভব হয়। জেলা পুলিশের পক্ষ থেকে তাদের দু'জনকেই অভিনন্দন জানাচ্ছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়