শিরোনাম

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০৯:০০ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর না দেওয়া ৮০ হাজার কোম্পানি শনাক্ত, টিআইবির সাধুবাদ

বাশার নূরু: [২] জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) টাস্কফোর্স কর না দেওয়া প্রায় ৮০ হাজার কোম্পানি শনাক্ত করায় এবং এসব প্রতিষ্ঠানকে কর ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়ায় সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

[৩] সোমবার এক বিবৃতিতে এ সাধুবাদ জানায় সংস্থাটি।

[৪] বিশাল সংখ্যক কোম্পানি এতদিন কীভাবে কর ব্যবস্থার বাইরে ছিলো এবং এর মাধ্যমে ঠিক কী পরিমাণ কর ফাঁকির ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রক্রিয়াগত দুর্বলতা চিহ্নিতকরণ ও তা দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

[৫] টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এনবিআরের করপোরেট কমপ্লায়েন্স নিয়ে গঠিত টাস্কফোর্সের করজালের বাইরে থাকা বিপুল পরিমাণ কোম্পানি খুঁজে বের করাই প্রমাণ করে দেশে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও সুশাসনের ঘাটতি কতটা প্রকট। একটি নিবন্ধিত কোম্পানি অর্ধশতাব্দী ধরে ব্যবসা করছে অথচ কখনই কর দেয়নি। আবার মাত্র দু'টি ঠিকানায় ১ হাজার ৪০০ কোম্পানির নিবন্ধন কিংবা একই ব্যক্তি ৪৬টি কোম্পানির পরিচালক কিন্তু টিআইএন আছে মাত্র ৪টির। এসব তথ্য রূপকথার অনিয়ম ও আর্থিক অব্যবস্থাপনাকেও হার মানায়। একদিনে বা রাতারাতি এ বিপুল সংখ্যক কোম্পানি কর ফাঁকি দেওয়ার সংস্কৃতির চর্চা যেমন শুরু করেনি, তেমনি স্বল্পসময়ের ব্যবধানেও তারা এ অনৈতিক সুযোগ নেয়নি। সংশ্লিষ্ট অনেকেরই যোগসাজশে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি এক্ষেত্রে প্রক্রিয়াগত প্রাতিষ্ঠানিক দুর্বলতা চিহ্নিত করে তা দ্রুত নিরসন জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়