শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০৪:১১ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে জুলাই মাসে ৯৮ জনের মৃত্যু, শনাক্ত ৬ হাজার ৬১ জন

আতিকুর রহমান: গাজীপুরে গত জুলাই মাসে মোট ১৪ হাজার ৪৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৯৮ জন। আর এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৬১ জনের।

১ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্যের পরিসংখ্যান এটি।

আগের মাসের তুলনায় জুলাইয়ে শনাক্ত এবং মৃত্যু বেড়েছে প্রায় কয়েক গুণ।

রোববার (১ আগস্ট) পর্যন্ত গাজীপুর সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্যের পরিসংখ্যান থেকে জানা যায়, ''এ পর্যন্ত গাজীপুরের মোট ১ লাখ ৫ হাজার ৪৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৮ হাজার ৭৪৭ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ৩৩২ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৭৫৩ জন।''

আরো জানা যায়, ''এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ১১ হাজার ৫০৯ জন। এছাড়াও শ্রীপুরে ২৪২২ জন, কালিয়াকৈরে ১৯১৪ জন, কাপাসিয়ায় ১৫৩০ জন এবং কালীগঞ্জে ১৩৭২ জন।''

''আর ১ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত গাজীপুরের মোট ১৪ হাজার ৪৭৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ১ জুলাই মোট শনাক্তের সংখ্যা ছিলো ১২ হাজার ৬৮৬ জন। ১ আগস্ট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৪৭ জন। ১ জুলাই মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৪২ জন। যা পহেলা আগস্ট পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৩৪০ জন।''

''সে হিসেবে জুলাই মাসে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৬১ জন। আর এ সময়ে মারা গেছেন মোট ৯৮ জন।”

”১ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৬২ জন।”

জানা গেছে, গাজীপুরে জুনের ত্রিশ দিনে মোট ৮ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। ওই সময়ে করোনা শনাক্ত হয়ে মারা গিয়েছিল ২৭ জন। আর করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৯৮ জনের।

এক মাসের ব্যবধান শনাক্ত এবং মৃত্যু বেড়েছে প্রায় কয়েক গুণ।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ”২৪ ঘণ্টার হিসাবে ১ জুলাই মৃত্যু হয়েছে ২ জন, ২ জুলাই ২ জন, ৩ জুলাই ২ জন, ৪ জুলাই ৩ জন, ৫ জুলাই ৪ জন, ৬ জুলাই ৩ জন, ৮ জুলাই ৩ জন, ৯ জুলাই ৫ জন, ১০ জুলাই ৩ জন, ১১ জুলাই ২ জন, ১২ জুলাই ৫ জন, ১৩ জুলাই ৩ জন, ১৫ জুলাই ৩ জন, ১৬ জুলাই ২ জন, ১৭ জুলাই ১০ জন, ১৮ জুলাই ৫ জন, ১৯ জুলাই ৫ জন, ২০ জুলাই ২ জন, ২২ জুলাই ৩ জন, ২৩ জুলাই ৫ জন, ২৪ জুলাই ১ জন, ২৫ জুলাই ৩ জন, ২৬ জুলাই ৭ জন, ২৭ জুলাই ৩ জন, ২৮ জুলাই ৬ জন, ২৯ জুলাই ২ জন, ৩০ জুলাই ২ জন,এবং ৩১ জুলাই ২ জন।”

”১ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৩২৫৬ জন। এছাড়াও শ্রীপুরে ১০১৬ জন, কাপাসিয়ায় ৭১৪ জন, কালিয়াকৈরে ৫৯৬ জন এবং কালীগঞ্জে ৪৭৯ জন।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়