শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০৩:৫৬ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্লামেন্টে প্রবেশে বাধা দেয়ায় মারদেকা স্কয়ারে মালয়েশিয়ার বিরোধী দলের এমপিদের বিক্ষোভ

লিহান লিমা: [২] পার্লামেন্ট ভবনে প্রবেশে কর্তৃপক্ষ কর্তৃক বাধাপ্রাপ্ত হওয়ায় সোমবার দেশটির মারদেকা স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন মালয়েশিয়ার বিরোধী দলের নেতারা। এদের মধ্যে ছিলেন বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম ও ডাক্তার মাহাথির বিন মোহাম্মদ। বিক্ষোভের ব্যানারে তারা দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন ও মন্ত্রীপরিষদের পদত্যাগের দাবী জানান। চ্যানেল নিউজ এশিয়া।

[৩] দেশটির প্রতিনিধি পরিষদে করোনা শনাক্ত হওয়ার পর সোমবার বিশেষ পার্লামেন্টারি বৈঠক স্থগিত করা হয়। কিন্তু বিরোধী দলের আইনপ্রণেতারা সেশনের জন্য জোর দিচ্ছিলেন, তারা বৈঠক বাতিলের বিষয়ে একমত হতে পারেন নি। এরপর মারদেকা স্কয়ারে জড়ো হয়ে পার্লামেন্ট অভিমুখে যাত্রা করার সময় দেশটির দাঙ্গা নিয়ন্ত্রণকারী ‘ফেডারেল রিজার্ভ ইউনিট তাদের বাধা দেয়।

[৪] বিরোধী দলের নেতা আনোয়ার মালয়ে মেইলকে বলেন, মুহিউদ্দীন ইয়াসিনের নেতৃত্বাধীন সরকার সংখ্যাগরিষ্ঠের সমর্থন হারিয়েছে। তিনি বলেন, মুহিউদ্দীন সরকার পড়ে গিয়েছে। আমার কাছে তথ্য আছে অনেক এমপি তাদের সমর্থন করছে না। এছাড়া অন্যান্য দলও পেরিকাতান ন্যাশনাল থেকে সরে জেতে চাইছে। ১০৭ জনের বেশি এমপি তাদের সঙ্গে না থাকায় ইতোমধ্যেই এই সরকার পড়ে গিয়েছে।

[৫] মাহাথিরের পেজুয়াং পার্টি এক বিবৃতিতে বলেছে, সরকার সংসদীয় গণতন্ত্রের মূলনীতির লঙ্ঘন করেছে এবং রাজার আদেশ নিয়ে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদকে সম্মানের সঙ্গে অতিসত্ত্বর নিজেদের পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।

[৬] গত ২১ জুলাই মালয়েশিয়া জরুরি অবস্থা প্রত্যাহার করে। এরপর এক বিরল বিবৃতিতে মালয়েশিয়ার প্রাসাদ জানায়, রাজাকে জ্ঞাত করা ব্যতীতই সরকার এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। গত এক সপ্তাহ ধরে দেশটিতে করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থতার জন্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়