শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০৩:৪৭ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে ৮ হাজার ৭২৮ জন জেলে পরিবার পাচ্ছে প্রণোদনার চাউল

কল্যাণ বড়ুয়া: [২] বঙ্গোপসাগরে মৎস্য আহরন নিষিদ্ধ কালীন সময়ের জন্য জেলেদের প্রনোদনা হিসাবে বাঁশখালীর পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের ৮ হাজার ৭২৮ জন জেলেকে প্রণোদনার চাউল প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সরল ইউনিয়নের ৬৯১জন জেলে পরিবারে মাঝে চাউল প্রদান অনুষ্টান বাঁশখালীর সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী সভাপতিত্বে গতকাল রবিবার সকালে অনুষ্ঠিত হয়। এতে সরকারি প্রতিনিধি ও ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি, চট্টগ্রাম জর্জ কোর্টের এপিপি এডভোকেট রায়হাদ চৌধুরী রনি, ইউনিয়ন পরিষদের সচিব হারুনুর রশিদ চৌধুরী, ইউপি সদস্য রশিদ আহমদ, মো:সেলিম, জামাল উদ্দিন,ও পরিষদের সহকারি মোহাম্মদ উল্লাহ সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

[৩] এ সময় সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রশিদ আহমদ চৌধুরী বলেন, বর্তমান সরকার সাধারণ জনগনের পাশাপাশি জেলেদের কথা বিবেচনা করে সাগরে মাছ ধরা বন্ধ কালীন সময়ের প্রণোদনা হিসাবে ৮৬ কেজি করে চাউল প্রদান করে হচ্ছে দুভাগে ভাগ করে। তিনি করোনা কালীন সময়ে সরকারের ঘোষিত নিয়মনীতি মেনে চলার আহবান জানান।

[৪] এদিকে উপজেলা অফিসা জানা যায়, বাঁশখালীর পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের ৮ হাজার ৭২৮ জন জেলেকে (পরিবার প্রতি ৮৬ কেজি, প্রথমে ৫৬ কেজি ও বর্তমানে ৩০ কেজি ) করে প্রণোদনার চাউল প্রদান করা হচ্ছে। তার মধ্যে পৌরসভায় ৪৭৭ জন, শীলকুপে ৭৫৫ জন, শেখেরখীলে ৭৩৪ জন, বাহারছড়ায় ৫৮৫ জন, সাধনপুরে ৩৬৮ জন, পুকুরিয়ায় ৭৩ জন, পুঁইছড়িতে ৭৫৪ জন, খান খানাবাদে ৯৯৪ জন, কাথরিয়ায় ১২৯ জন, কালীপুরে ১৯৩ জন, ছনুয়ায় ১৩০০ জন, চাম্বলে ৬৫৪ জন এবং বৈলছড়িতে ৫৮ জন জেলে এ প্রণোদনার চাউল প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়