শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রের ম‌নিরামপু‌রে সড়ক দূঘর্টনায় রাজ‌মি‌স্ত্রি নিহত, আহত ২

র‌হিদুল খান: [২] আলমসাধু ও মোটরসাইকেলের মুখামুখী সংঘর্ষে কামাল হোসেন (২৩) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

[৩] রোববার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মণিরামপুর-নেহালপুর সড়কের কালিবাড়ি দফাদারপাড়ায় ঘটনাটি ঘটে। নিহত কামাল উপজেলার খাটুয়াডাঙা গ্রামের হযরত গাজীর ছেলে।

[৪] একই ঘটনায় আহত হয়েছেন ঘটনায় সাকিব হোসেন (১৮) ও আব্দুল্লাহ (৩০) নামে দুইজন। আহতদের মধ্যে আব্দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক। তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

[৫] আহত আব্দুল্লাহ একই গ্রামের উজির আলী দপ্তরির ছেলে। আর সাকিব কালিবাড়ি এলাকার শহিদুল ইসলামের ছেলে।

[৬] স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন বলেন, কামাল ও আব্দুল্লাহ পেশায় রাজমিস্ত্রি। পাঁচাকড়ি এলাকায় একটি ঘরের কাজ করবেন বলে মালিকের সঙ্গে কথা বলতে যান তারা। পরে মালিককে সঙ্গে নিয়ে তিনজন এক মোটরসাইকেলে ফিরছিলেন। পথিমধ্যে কালিবাড়ি দফাদার পাড়ায় টার্নিং পয়ন্টে বিপরীতমুখী একটি আলমসাধুর সঙ্গে মুখামুখী ধাক্কা লাগলে ঘটনাস্থলে মারা যান কামাল। এসময় আব্দুল্লাহ ও আলমসাধু চালক সাকিব আহত হন।

[৭] নেহালপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুজ্জামান বলেন, রাতেই হতাহতদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

[৮] মণিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই দীপক দত্ত বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়