শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০১:৫০ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০৩:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ব্রিটেনে টিকা নিলে মিলবে ফ্রি কফি, সিনেমার টিকেট ও মূল্যছাড়

লিহান লিমা: [২] ব্রিটেনের তরুণদের মধ্যে টিকা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কারণে করোনার টিকাগ্রহণ বাড়াতে সরকার নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে। জানা গিয়েছে, তরুণদের আকৃষ্ট করতে এবার টিকা নেয়ার পুরষ্কার হিসেবে দেয়া হবে ফ্রি সিনেমার টিকেট, সঙ্গে থাকছে গরম কফি। ডেইলি মেইল

[৩]এর আগে টিকাদান বাড়াতে রাইড শেয়ারিং অ্যাপ ডেলিভারো ও উবারের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছে সরকার। টিকা গ্রহিতারা এই অ্যাপগুলোতে বিশেষ মূল্যছাড় পাবেন। এই চুক্তিতে যোগ দিয়েছে ‘পিজা পিলগ্রিমস’ ও কফি কোম্পানি ‘কোস্তা।’

[৪] ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন, সব মিলিয়ে ব্রিটেনে মোট সাড়ে আট কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ৮৮শতাংশ প্রাপ্তবয়স্ক এক ডোজ টিকা এবং ৭২.৫ শতাংশ দুই ডোজ টিকা গ্রহণ করেছেন। আগামী শরতের মধ্যে ৫০-ঊর্ধ্ব সকলকে ফাইজারের বুুস্টার ডোজ নেয়ার প্রস্তাব দেবে সরকার।

[৫] তবে ব্রিটেনজুড়ে ৩০ বছরের কম বয়সীদের মধ্যে ৩০ শতাংশেরও বেশি তরুণ-তরুণী তাদের প্রথম ডোজ টিকাই গ্রহণ করেন নি। তরুণদের মধ্যে টিকা গ্রহণে অনীহার কারণে আগামী ১৪ দিনের মধ্যে মর্ডানার ১ লাখ ৭০ হাজার ডোজ টিকা মেয়াদীত্তোর্ণ হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানা গিয়েছে। লন্ডনের একটি ক্লিনিক জানিয়েছে তারা মেয়াদোর্ত্তীণের কারণে ১ হাজার ডোজ ফাইজার টিকা ডাস্টবিনে ফেলে দিতে বাধ্য হয়েছেন।

[৬]দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন হতাশা ব্যক্ত করে জানান, ৩০ বছরের নিচের বয়সীদের মধ্যে টিকা নেয়ার নিম্নহার দেখে তিনি আশাহত।

[৭]নাগরিকদের টিকাদানে উৎসাহ দিতে বিশ্বের নানা দেশই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র টিকাগ্রহণ করলে ১০০ ডলার করে নাগরিকদের পুরষ্কার দেয়ার প্রস্তাব দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়