শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২১, ০৩:৪৮ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২১, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: সংসদে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কোন প্রতিনিধি আছে, যারা সংখ্যাগরিষ্ঠের দুঃখ-কষ্ট, বেদনা বুঝবে

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: জনগণই সকল ক্ষমতার উৎস! তাই নাকি? তো জনগণ কারা? গার্মেন্টস শ্রমিকরা? কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা? নাকি চা শ্রমিক, রিকশাওয়ালা, কৃষকরা? এই রাষ্ট্রে গার্মেন্টস মালিকরা বললে কঠোর লকডাউনও শিথিল হয়ে মিল কারখানা খুলে যায়! শিক্ষক ছাত্ররা যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানায় কেউ পাত্তা দেয় না। আর্মি বা ঢাকা ক্লাব চাইলে মেট্রো রেলের পথ বেঁকে যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা দাবি জানালেও কিচ্ছু হয় না। এই দেশ নাকিÑচাষাদের, মুটেদের, মজুরের/গরিবের নিঃস্বের ফকিরের/আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।। এই দেশে নাকিÑ নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে/নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে/হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান/দেশ মাতা এক সকলের।

ছোটবেলা থেকে শুনে আসছি এই গানটি। আর এর প্রতিটি কথাকে সত্য বলে জেনে এসেছি। কিন্তু দিন যতো যাচ্ছে ততোই বেশি করে মনে হচ্ছে এগুলো আসলে ঘুম পারানিয়া গান। একেকটা ষঁষষধনু যা গেয়ে অবুঝদের ঘুম পারিয়ে দিই। সমস্যা হলো এই রাষ্ট্রে একটি বিশাল জনগুষ্টি আছে যারা আসলেই ঘুমায়। তারা আসলেই মনে করে আমাদের সরকারেরা জনগণের জন্য কাজ করতে করতে জীবন দিয়ে দিচ্ছে। আমাদের সংসদে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কোন প্রতিনিধি আছে যারা এই সংখ্যাগরিষ্ঠের দুঃখ কষ্ট বেদনা বুঝবে? আমাদের সরকারেরা দিন যতো যাচ্ছে ততই বেশি করে ধনীদের প্রতিনিধিত্ব করছে। গরিবের স্কুল, গরিবের মাদ্রাসা, গরিবের কলেজ, গরিবের বিশ্ববিদ্যালয়, গরিবের হাসপাতাল ইত্যাদি সবই তার নমুনা। এই রাষ্ট্রে জনগণ কারা? ক্ষমতার উৎস আসলে কোথায়? লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়