শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৫:০৭ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে করোনায় ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪০

স্বপন দেব : [২] জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৪০ জন। রোববার (১ আগস্ট) সিভিল সার্জন অফিসের থেকে এ তথ্য জানা গেছে।

[৩] সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলায় ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ১৮ শতাংশ।

[৪] এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৫৫৯ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৪৮ জন সুস্থ, মৃত্যুবরণ করেন ৪ জন। করোনা পজেটিভ নিয়ে রোববার ভোরে মারা যান কমলগঞ্জ উপজেলার আব্দুল হাকিম (৭০)।

[৫] উপসর্গ নিয়ে যারা মারা যান তারা হলেন, রোববার সকাল ৭ টায় রাজনগর উপজেলার চম্পা দাস (৭০), শনিবার দুপুর ১ টায় কমলগঞ্জ উপজেলার কুটি মিয়া (৬০), হবিগঞ্জ জেলার বাহুবল এলাকার জালাল উদ্দিন (৮০) মৌলভীবাজার সদর হাপাতালের আইসোলেশনে তাদের মৃত্যু হয়।

[৬] নতুন শনাক্ত ১৪০ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ২৭ জন, জুড়ীর ৪ জন, শ্রীমঙ্গলের ২ জন, কমলগঞ্জের ২২ জন, বড়লেখার ৩৫ জন, কুলাউড়ার ৪৬ জন, রাজনগরের ৪ জন। এ নিয়ে জেলায় ৫ হাজার ৫৫৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

[৭] গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮ জন এর মধ্যে ২৫০ শয্যা সদর হাসপাতালের ২ জন, জুড়ীর ২৪ জন, শ্রীমঙ্গলের ১২ জন, কমলগঞ্জের ৯ জন ও রাজনগরের ১ জন। জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮১২ জনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়