শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৫:০২ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোণায় জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

সুস্থির সরকার: নেত্রকোণার মদনে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

[৩] রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৪] আহতরা হলেন, নবাব হোসেন (৭৫), সেলিম মিয়া (২৬), হেলিম মিয়া (৩২), অলিউল্লাহ (২৮), আলিম মিয়া (৩০), ডালিম মিয়া (২২), মান্নান মিয়া (৩৫), হান্নান মিয়া (৪০), আলম মিয়া (২৯)। তারা সবাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

[৫] স্থানীয়দের বরাত দিয়ে মদন থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম জানান, উপজেলার কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মানিক মিয়ার একই গ্রামের নবাব মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে মানিক মিয়ার ভাই আব্দুল মান্নান বিরোধীয় জমিতে আল বাঁধতে গেলে নবাব মিয়ার ছেলে ডালিম মিয়া বাঁধা দেন।

[৬] এসময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে মানিক মিয়ার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নবাব মিয়ার বাড়ীতে হামলা চালায়। এসময় উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে।

[৭] ওসি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোন পক্ষ থানায় অভিযোগ করেননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়