শিরোনাম
◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৩:৫২ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে এক দিনে করোনায় মৃত্যু ১১, শনাক্ত ৯২৭

নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ৯২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

রোববার (১ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে ৩১ জুলাই এক হাজার ৭৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৯২৭ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৫৩২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ০৩ শতাংশ।

লোহাগাড়ায় আট, সাতকানিয়ায় ৩০, বাঁশখালীতে ১০, আনোয়ারায় ১, চন্দনাইশে ৪৫, পটিয়ায় ৪৯, বোয়ালখালীতে ১৭, রাঙ্গুনিয়ায় তিন, রাউজানে ৬৪, ফটিকছড়িতে ২২, হাটহাজারীতে ১০৩, সীতাকুণ্ডে নয়, মিরসরাইয়ে ১০ এবং সন্দ্বীপে ২৪ জন শনাক্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৬ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬২ হাজার ৮৮ জন। বাকি ২০ হাজার ৭৯৮ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ছয়জন নগরের বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৮৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৯০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়