শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৩:৫২ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে এক দিনে করোনায় মৃত্যু ১১, শনাক্ত ৯২৭

নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ৯২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

রোববার (১ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে ৩১ জুলাই এক হাজার ৭৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৯২৭ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৫৩২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ০৩ শতাংশ।

লোহাগাড়ায় আট, সাতকানিয়ায় ৩০, বাঁশখালীতে ১০, আনোয়ারায় ১, চন্দনাইশে ৪৫, পটিয়ায় ৪৯, বোয়ালখালীতে ১৭, রাঙ্গুনিয়ায় তিন, রাউজানে ৬৪, ফটিকছড়িতে ২২, হাটহাজারীতে ১০৩, সীতাকুণ্ডে নয়, মিরসরাইয়ে ১০ এবং সন্দ্বীপে ২৪ জন শনাক্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৬ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬২ হাজার ৮৮ জন। বাকি ২০ হাজার ৭৯৮ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ছয়জন নগরের বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৮৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৯০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়