শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০১:০৩ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে পুলিশের অভিযানে বিদেশি মদ ও গাঁজা উদ্ধার, আটক ৩

জাহিদুল কবির: [২] যশোরে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা আলাদা অভিযানে গাঁজা ও বিলেতী মদসহ তিনজনকে আটক করেছে। এই ঘটনায় কোতয়ালি থানায় আলাদা চারটি মামলা হয়েছে।

[৩] যশোর সাজিয়ালি পুলিশ ক্যাম্পের এ এস আই ফরহাদ হোসেন জানিয়েছেন, শনিবার সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি বাগডাঙ্গা গ্রাম থেকে রকিব উদ্দীন (৩৭) নামে এক যুবককে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত আলেক গাজীর ছেলে। তার ঘর তল্লালি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

[৪] মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক আকবর হোসেন জানিয়েছেন, গত শুক্রবার বিকেল সাড়ে ৫টারদিকে যশোর শহরের রেলরোডস্থ সোনালী ব্যাংক কর্পোরেট শাখার পেছনের আবুল হাসানের বাড়ির ভাড়াটিয়া আনোয়ার হোসেন ওরফে আনুর (৪০) বাড়িতে অভিযান চালানো হয়। গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালানোর আগেই আনু পালিয়ে যায়। তবে তার ঘর তল্লাশি করে ১০ বোতল বিলেতী মদ উদ্ধার করা হয়।

[৫] তিনি আরো জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেলে শহরতলীর পালবাড়ি গাজীরঘাট এলাকার দুলাল মাষ্টারের বাড়ির ভাড়টিয়া হাসান আলীর (৩৮) বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হাসান মৃত নুর বক্স গাজীর ছেলে। তার ঘর তল্লাশি করে ২১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

[৬] মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মনিরুজ্জামান জানিয়েছেন, গত বৃহস্পতিবার দুপুরে শেখহাটি মসজিদ পাড়ার মিন্টু গাজীর (৪১) বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে আধা কেজি গাঁজা জব্দ করা হয়েছে। মিন্টু ওই এলাকার মৃত লালু গাজীর ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়