শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৮:২৯ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একা আটক, বাসা থেকে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার

সুজন কৈরী ও মোস্তাফিজুর রহমান: গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে শনিবার বিকেলে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। তার বাসা থেকে কয়েক বোতল বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন জানান, গৃহকর্মী হাজেরা বেগমকে (৩০) নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করা হয়েছে। রামপুরার বন্ধুনিবাসে অবস্থিত একার বাসা থেকে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। একার বিরুদ্ধে মাদক ও গৃহকর্মী নির্যাতন আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই হারুনুর রশীদ বলেন, চিত্রনায়িকা একার কাছে গৃহকর্মী টাকা পেতেন। সেই টাকা চাইতে গেলে তাকে মারধর করা হয়। পরে ওই গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে একাকে আটক করা হয়।

হারুনুর রশীদ আরও জানান, মারধরের শিকার গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে গৃহকর্মীর স্বামী রিকশা চালক রফিক বলেন, হাজেরা বাসা বাড়িতে ছুটা কাজ করেন। ৩ মাস ধরে নায়িকা একার বাসায় কাজ করতো। বেতন চাইলে নায়িকা একা রাগান্বিত হয়ে আমার স্ত্রীকে মারধর করেন। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে পুলিশকে জানিয়েছে।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে নির্যাতনের শিকার গৃহকর্মীকে উদ্ধার করা হয়। আটক করা হয় নায়িকা একাকে। ভিকটিমকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠিয়েছি। গৃহকর্মীর হাতে ও মাথায় আঘাত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়