শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনিয়র সচিব সেজে প্রতারণা করতেন তিনি

সুজন কৈরী: [২] সিনিয়র সচিব ও সরকারি কর্মকর্তার নাম পদবী ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেপ্তার ওই প্রতারকের নাম- নজরুল ইসলাম।

[৩] শুক্রবার রাতে ঢাকার আশুলিয়ার শিমুলতলা দাদা মার্কেট এলাকা থেকে নজরুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম। তার কাছ থেকে প্রতারনার কাজে ব্যবহৃত সিমসহ একটি মোবাইল ফোনসেট এবং বিভিন্ন জেলার বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম মোবাইল নম্বর লেখা একটি ডায়রি জব্দ করা হয়।

[৪] অভিযানে নেতৃত্বদানকারী বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশী জানান, গত ৮ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সচিবের নাম ব্যবহার করে জামালপুরের জেলা পরিষদ চেয়ারম্যানের নম্বরে ফোন করে টাকা চান একজন। সন্দেহ হলে চেয়ারম্যান সচিবের সাথে ফোনে কথা বলেন। পরে এ ঘটনায় ২৮ জুলাই শাহবাগ থানায় একটি মামলা হয়। থানা পুলিশের পাশাপাশি মামলার ছায়া তদন্ত শুরু করে ডিবির বিমানবন্দর জোনাল টিম। এক পর্যায়ে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রতারক নজরুলকে গ্রেপ্তার করা হয়।

[৫] তিনি আরও বলেন, গ্রেপ্তার নজরুল বিভিন্ন জেলায় সরকারি কর্মকতা ও কর্মচারীদের কাছে সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম-পদবী ব্যবহার করে প্রতারনার মাধ্যমে বিভিন্ন সময়ে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়