শিরোনাম
◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের ◈ পাল্টা হামলার বিরুদ্ধে ইসরায়েলকে ইরানের কঠোর হুঁশিয়ারি 

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাসা-বাড়ির গ্রিল কেটে চুরি করাই বুকপোড়া সুজনের পেশা

মাসুদ আলম: [২] রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকার একটি বাসায় চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সুজন ওরফে বুকপোড়া সুজন, জাহিদুল ইসলাম ও আবুল কালাম আজাদ। শনিবার তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

[৩] ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন বলেন, মাটিকাটা এলাকার একটি বাসার ৯ম তলার ফ্ল্যাটের জানালার গিলকেটে ৩২ ভরি স্বর্ণ, ল্যাপটপ ও টাকাসহ ৩৫ লাখ টাকার মালামাল চুরি করে চক্রটি। সুজন গিল বেয়ে ৯ম তলায় উঠে। আর জাহিদ নিচে ছিলো। পরে শুক্রবার বিকেলে মানিকদী থেকে সুজন ও জাদিককে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী থেকে আজাদকে গ্রেপ্তার করা হয়। আজাদের জুয়েলার্সের দোকান থেকে আড়াই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। বাকি স্বর্ণ গুলো গলিয়ে ফেলা হয়।

[৪] তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকা মূল্যের ১১টি দামি ঘড়িসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সুজনের বিরুদ্ধে চুরি,ডাকাতি, বিস্ফোরকসহ ১৩টি মামলা রয়েছে। এছাড়া জাহিদের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। রাজধানীর বাসা বাড়িতে গিলকেটে চুরি করাই এদের পেশা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়