শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৪:৩৭ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ সিরিজ শুরুর আগ মূহুর্তে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স পদত্যাগ করেছেন। এর মধ্য দিয়ে টানা এক দশক প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা হন্সের অধ্যায় শেষ হলো। এ খবর সিডনি মর্নিং হেরাল্ডের। শুক্রবার (৩০ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

[৩] ৬৭ বছর বয়সী ট্রেভর হন্স এক দশক ধরে এমন এমন ক্রিকেটারকে বাছাই করেছেন যারা বিশ্ব জয় করেছে। হারিয়েছে বিশ্বের বড় বড় দলকে। অস্ট্রেলিয়া দলের সাবেক স্পিন বোলার ট্রেভর হন্স ১৯৯৩ সালে প্রথম নির্বাচক হন। এরপর লম্বা সময় ধরে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন তিনি। তার সময়ে টানা ১৬ টেস্ট জিতে অস্ট্রেলিয়া। এছাড়া ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপ জিতেছে এই দলটি। আর প্রথমবার দায়িত্ব নেয়ার পর পাঁচটি অ্যাশেজ জিতে অস্ট্রেলিয়া।

[৪] হন্সের পদত্যাগের পর গুঞ্জন শোনা যাচ্ছে, সাবেক ব্যাটসম্যান জর্জ বেইলি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক হতে যাচ্ছেন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও বিষয়টি নিশ্চিত করেনি। আগামী মাসের শুরুতেই গুরুত্বপূর্ণ পদটির জন্য নতুন নাম ঘোষণা করবে সিএ।

[৫] ২০১৬ সালে রডনি মার্শের পদত্যাগের পর আবার প্রধান নির্বাচকের দায়িত্ব পান তিনি। সেই দায়িত্বকালের মেয়াদ শেষ হয় ২০২০ সালে। তখন নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেন গ্রেগ চ্যাপেল। অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে বাড়তি মেয়াদে ট্রেভর হন্সকে রেখে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। - সিডনি মর্নিং

  • সর্বশেষ
  • জনপ্রিয়