শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৩:৩০ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌছড়ি সিমান্ত সড়কে ভাংঙ্গনে যোগাযোগ বিছিন্ন

হাবিবুর রহমান: [২] রামুর কচ্ছপিয়া ইউনিয়নের দৌছড়ি নারিকেল বাগান পাশ্বর্বতী প্রধান সড়কে মারত্বক ভাংঙ্গন ধরেছে। এতে করে এক মাত্র গর্জনিয়া-দৌছড়ির সিমান্ত সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে।

[৩] শনিবার (৩১ জুলাই) বেলা ১২টার দিকে ভাংঙ্গন এলাকায় গিয়ে দেখা গেছে, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে প্রধান সড়ক ঘেষা দৌছড়ি খালের ভাংঙ্গনের ফলে, দৌছড়ি নদী দক্ষিণ কুল এলাকার শত শত বসতবাড়ী চরম ঝুঁকিতে রয়েছে। এসব এলাকা যেকোন মুহুর্তে নদীগর্ভে বিলীনের সম্ভবনা রয়েছে।

[৪] স্থানীয়রা জানিয়েছেন, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনে, দৌছড়ি লেবুছড়ি সিমান্তে ৬ টি (বিওপি) ক্যাম্প রয়েছে। আর ওই সব ক্যাম্পে যাওয়ার এক মাত্র রাস্তা হচ্ছে এটি যার উপর দিয়ে মিয়ানমার সিমান্ত পহারা দেওয়া হয়।

[৫] ভাংঙ্গনের কারণে বর্তমানে সিমান্ত যোগাযোগ বিছিন্ন বলে জানান নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহ মোহাম্মদ আবদুল আজিজ। তিনি এই ব্যাপারে সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামানা করেন।

[৬] কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাইল নোমান জানিয়েছেন, দৌছড়ি খালের ভাঙ্গনের কারণ এটি চরম ঝুঁকিতে। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত এটি সংস্কার করা হবে।

[৭] রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমার নির্দেশে, রামু উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ আলাউদ্দিন খানঁ ভাংঙ্গন এলাকা পরিদর্শন করে জানান, তিনি ভাংঙ্গল এলাকা সার্ভে করে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। দ্রুত এই বিষয়ে কাজ শুরু হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়