শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০২:৫৮ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা বর্ষণে ঝুঁকিপূর্ণ পাহাড় ধসে আবারও মৃত্যুর রেকর্ড গড়তে পারে চট্টগ্রাম

রিয়াজুর রহমার: [২] চট্টগ্রাম পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস ঠেকাতে পারছে না জেলা প্রশাসন। টানা কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ের মাটি ধসে আবারও মৃত্যুর রেকর্ড গড়তে পারে চট্টগ্রাম। তাই মৃত্যুকূপ থেকে বাঁচাতে জেলা প্রশাসনের বিভিন্ন টিম ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে মাইকিং অব্যাহত রেখেছে। কিন্তু যাদের কারণে পাহাড় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেসব ভূমিদস্যুদের আইনের আওতায় আনছে না পরিবেশ অধিদফতর। এমন অভিযোগ চট্টগ্রামে ২০০৭ সালে রেকর্ডসংখ্যক মৃত্যুর ঘটনার পর থেকেই।

[৩] ঝুঁকিপূর্ণ এসব পাহাড়ি এলাকার মধ্যে রয়েছে ফয়’স লেকস্থ রেলওয়ের মালিকানাধীন ও কনকর্ড গ্রুপকে লিজ দেয়া পাহাড়।

[৪] ফিরোজশাহর সী ওয়ার্ল্ড সংলগ্ন পাহাড় যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি শান্তিনগর, জিয়ানগর, মধ্যমনগর ও মুজিবনগর এলাকায়ও পাহাড় কাটা হয়েছে। মতিঝর্ণা এলাকায় ওয়াসার ট্যাংকির পাহাড়, রেলের পাহাড়, আকশাহ এলাকায় রেলের পাহাড়, জাকির হোসেন রোড সংলগ্ন সিটি কর্পোরেশনের মরা ঝর্ণার পাহাড়েও ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে হত দরিদ্র অনেক পরিবার। ফয়’স লেনের মধুশাহ পাহাড়, বায়েজিদের মিয়ার পাহাড়সহ জালালাবাদ মৌজায় জেলা প্রশাসনের খাস জমিগুলোও পাহাড়ের কাটা অংশে রয়েছে।

[৫] মতিঝর্ণার বাটালি হিল, পোড়া কলোনী, একে খানের পাহাড়, আতুরার ডিপো এলাকায় আমিন জুটমিল সংলগ্ন পাহাড়, ভেড়াফকিরের পাহাড়সহ বেশকিছু ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে। খুলশী এলাকায় মধুশাহ পাহাড় এমনভাবে কাটা হয়েছে যে কোনো মুহূর্তে খাড়াভাবে ধসে পড়ে প্রাণহানির আশঙ্কা করছে জেলা প্রশাসন।

[৬] এদিকে অবাধে পাহাড় কাটলেও পরিবেশ অধিদফতরের তৎপরতা না থাকায় এমনকি সহযোগিতা থাকায় চট্টগ্রামের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে। তেমনি ভূমিদস্যুরা ভাড়া ও প্লট বাণিজ্যে মেতে উঠেছে। পাহাড়ের মাটি ধসে পড়ছে অবৈধভাবে মাটি কেটে ভূমিদস্যুদের প্লট বাণিজ্য করার কারণে। বিভিন্ন পদ্ধতিতে বিশেষ করে বর্ষায় পাহাড়ের চূড়ায় গর্ত করে পানি জমিয়ে মাটি ধসের ঘটনা ঘটানো হচ্ছে। গত কয়েকদিনের ভারী বর্ষণে পাহাড়ের মাটি ধসের ঘটনা চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় ঘটেছে।

[৭] পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস সরিয়ে নেয়া প্রসঙ্গে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানিয়েছেন, পরিবেশ অধিদফতরও পদক্ষেপ না নেয়ায় বৃষ্টি হলে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বসবাসকারীদের সরাতে দৌঁড়াতে হয় জেলা প্রশাসনকে। তবে পাহাড় খেকোদের আইনের আওতায় নিয়ে আসলে ভূমিদস্যুদের রোধ করা সম্ভব হত। প্রভাবশালীরা পাহাড় কেটে অবৈধ দখল নিশ্চিত করছে। চালাচ্ছে প্লট ও ভাড়া বাণিজ্য।

[৮] তবে জেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্মিলিতভাবে চট্টগ্রামের সতেরটি ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং অব্যাহত রেখেছেন। এসব ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবস্থানরতদের অতি বৃষ্টিতে সরিয়ে নিতে মাইকিং যেমন করা হয়, তেমনি আশ্রয় কেন্দ্রও গড়ে তোলা হয়েছে।

[৯] নগরীতে ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড়সহ নতুন করে রেলওয়ের মালিকানাধীন ফয়’স লেকের পাহাড়ও ভূমিদস্যুরা কেটে ফেলছে রাতের আঁধারে। বায়েজিদ ফৌজদারহাট লিংক রোডে এশিয়ান উইমেন ইউনির্ভাসিটি সংলগ্ন এলাকায় কেটে চৌচির করে ফেলা হয়েছে পাহাড়। রাস্তা নির্মাণের নামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক পাহাড় কাটায় ১০ কোটি টাকা জরিমানা গুণতে হয়েছে। গত বছরের ফেব্রুয়ারীতে পরিবেশ মন্ত্রীর পরিদর্শনের কারণেই এ সড়কে দেদারছে পাহাড় কাটার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। প্রকাশ্য দিবালোকে পাহাড় কাটার কারণে এমন বার্তায় হস্তক্ষেপ করেছে পরিবেশ অধিদপ্তর। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়