শিরোনাম

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০১:৫৭ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট শিশুদের জন্য বেশি ক্ষতিকর নয়: ডব্লিউএইচও

সাকিবুল আলম:[২] বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ এর প্রযুক্তি বিষয়ক প্রধান মারিয়া ভ্যান কারকোভ শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানান। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, আমি স্পষ্ট করেই বলছি, ডেল্টা ভ্যারিয়েন্টকে আমরা শিশুদের ক্ষেত্রে খুব বেশি ক্ষতির কারণ হিসেবে দেখছি না। এনডিটিভি

[৩] বিশ্বের ১৩২টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এটি করোনার আগের ভ্যারিয়েন্টগুলো থেকে অনেক বেশি সংক্রামক।

[৪] ভ্যান কারকোভ আরো বলেন, শিশুরা এ ভ্যারিয়েন্টের বিশেষ শিকার হচ্ছে বলে মত দিয়েছে অনেকেই। কিন্তু প্রকৃত পরিস্থিতি সেটি নয়। আমরা গবেষণা থেকে দেখতে পাচ্ছি, যারা সামাজিক দূরত্ব মেনে চলছে না, জনসমাগমপূর্ণ স্থানে বেশি মেলামেশা করছে, তারাই ডেল্টা ভ্যারিয়েন্টের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

[৫] বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যেই পুনরায় স্কুল খোলার ব্যাপারে একটি পরিকল্পনা প্রকাশ করেছে। এ প্রসঙ্গে ভ্যান কেরকোভ বলেন, স্কুল খোলার আগে আমাদের সে অঞ্চলের করোনা সংক্রমণের হার কমিয়ে আনা নিশ্চিত করতে হবে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়