শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ১০:১৩ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোশাক ও শিল্পপ্রতিষ্ঠান খোলার খবরে ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী শ্রমিকরা

মহসীন কবির: [২] করোনা সংক্রমণ রোধে সারাদেশে চলছে লকডাউন। এর মধ্যে গতকাল পোশাক ও শিল্পপ্রতিষ্ঠান খোলার খবরে ঢাকায় ফিরছেন অসংখ্য শ্রমজীবী শ্রমিকরা। যমুনা ও ডিবিসি টিভি

[৩] গণপরিবহন চলাচল না করায় সকাল থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল, পাঁচলিয়া কড্ডার মোড় থেকে বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকার দিকে ছুটছে কর্মজীবী মানুষ। কড্ডার মোড় থেকে ঢাকাগামী গার্মেন্টসকর্মী সেরাজুল ইসলাম জানিয়েছেন, কোরবানির ঈদে বাড়ি এসেছিলাম, রোববার থেকে গার্মেন্টস খুলবে। কোনো বাস চলাচল না করায় বাধ্য হয়ে ট্রাকে করে ঢাকায় যাচ্ছি।

[৪] দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যাত্রীরা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পৌঁছেছেন হেঁটে, অটোরিকশায় কিংবা মাহেন্দ্রতে চড়ে। যানবাহন কম থাকলেও যাত্রীবোঝাই ফেরি ছেড়েছে এ ঘাট থেকে। অনেকে বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা রিজার্ভ করে ঘাটে আসছেন। তা নিয়েই সরাসরি ফেরিতে উঠছেন। দেখা গেছে মোটরসাইকেল, ব্যক্তিগত কিছু গাড়িও।

[৫] রাজবাড়ী থেকে থেকে অটোরিকশায় দৌলতদিয়া ঘাটে আসা লতিফ সরদার জানান, রোববার থেকে অফিস খোলা বলে শুক্রবার জেনেছেন। তাই রাজধানীতে ফিরছেন। লকডাউনের কারণে পথে পথে ভোগান্তি হচ্ছে; টাকাও খরচ হচ্ছে বেশি। তারপরও যেকোনো উপায়ে তার পৌঁছাতে হবে ঢাকায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্ষুব্ধ যাত্রী জানান, হুট করে শুক্রবার জানানো হলো যে, রোববার থেকে কারখানা খোলা। হাতে সময় কম। তাই ভোগান্তি মাথায় নিয়েই ফিরতে হচ্ছে রাজধানীতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়