শিরোনাম

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ১২:৩২ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ১২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়া ও ঘুমধুমে প্রবল বর্ষণে ভেসে যাওয়া ৩ লাশ উদ্ধার

কায়সার হামিদ মানিক: [২] কক্সবাজারের উ‌খিয়া উপ‌জেলা ও পার্শবর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় কয়েকদিনের টানা প্রবল বর্ষণে ব‌্যাপক ঘরবা‌ড়ির ক্ষয়ক্ষ‌তি ও নিহ‌তের ঘটনা ঘ‌টে‌ছে। পাশাপা‌শি বালুখালী, কুতুপালং রো‌হিঙ্গা ক‌্যাম্পসহ বি‌স্তির্ণ জনপ‌দের ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

[৩] শুক্রবার,বালুখালী খাল ও বৃহস্প‌তিবার তুমব্রু খাল থেকে ২ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।শুক্রবার সকালে রাজাপালং ইউনিয়নের মালিয়ার কুল খাল থেকে স্থানীয় যুবক রুবেলের লাশ উদ্ধার করে।

[৪] বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টারদিকে ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়া নামক স্থানে খালের পাড়ে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। অপর লাশ‌টি কুতুপালং ক‌্যাম্প ৪ ব্লক-বি/২৩,এফসিএন মৃত ওলামিয়ার ছেলে সোনামিয়া (২৯) ব‌লে জানা গে‌ছে।

[৫] এই বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন। তি‌নি জানান,অতিবৃষ্টিপাতের ফ‌লে বন‌্যায় রুপ নেয়া পানিতে ভেসে প্রান হারায় বলে ধারণা।

[৬] অপরদিকে শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে উখিয়ার বালুখালী-তেলীপাড়া খালে একটি ভাসমান লাশ উদ্ধার করে সনা‌ক্তের পর ক্যাম্পে নিয়ে গেছে রোহিঙ্গারা। লাশটি ক্যাম্প-ডি-৫ এর এক রোহিঙ্গার বলে তারা জানান।

[৭] এ‌দি‌কে উ‌খিয়ার রাজাপালং ইউনিয়নের মা‌লিয়ার কুল এলাকায় গত বুধবার পা‌নি‌তে ভে‌সে যাওয়া রু‌বেল না‌মের এক যুব‌কের লাশ বুধবার সকাল ৬ টার দিকে স্থানীয়রা খালে ভাসতে দেখে উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়