শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ১১:১০ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ১২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় র‌্যাবের নারী সদস্যের মৃত্যু, মহাপরিচালকের শোক

সুজন কৈরী: [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নারী সদস্য রাশেদা ফেরদৌস মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। র‌্যাবের এই প্রথম একজন নারী সদস্য সম্মুখভাগে কর্তব্য পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

[৩] র‌্যাব জানিয়েছে, প্রেষণে কর্মরত ব্যাটালিয়ন আনসার সদস্য রাশেদা ফেরদৌস (৪১) করোনায় আক্রান্ত হয়ে ২৫ জুলাই রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরহুমার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। শুক্রবার সেখানেই তাকে দাফন করা হয়।

[৪] জানা গেছে, রাশেদা ফেরদৌস গত ৫ মার্চ থেকে র‌্যাব-৩ এ কর্মরত ছিলেন। তিনি গাজীপুরের সফিপুরে মাতৃ ইউনিট ১ নারী আনসার ব্যাটালিয়নের সদস্য ছিলেন। এদিকে রাশেদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

[৫] শুক্রবার রাতে এক শোকবার্তায় তিনি বলেন, রাশেদা ফেরদৌস কোভিড-১৯ প্রাদুর্ভাব হওয়ার পর থেকেই র‌্যাবের চলমান সব অপারেশনাল কর্মকাণ্ডে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছিলেন। সাহসী এই নারী র‌্যাব সদস্যার অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। মৃত্যুঞ্জয়ী এই র‌্যাব সদস্যর জন্য র‌্যাব আজ গর্বিত এবং অনুপ্রাণিত। আমি প্রাণভরে সকল র‌্যাব সদস্যদের পক্ষ থেকে মহান আল্লাহতায়ালার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়