শিরোনাম
◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের 

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ১১:১০ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ১২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় র‌্যাবের নারী সদস্যের মৃত্যু, মহাপরিচালকের শোক

সুজন কৈরী: [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নারী সদস্য রাশেদা ফেরদৌস মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। র‌্যাবের এই প্রথম একজন নারী সদস্য সম্মুখভাগে কর্তব্য পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

[৩] র‌্যাব জানিয়েছে, প্রেষণে কর্মরত ব্যাটালিয়ন আনসার সদস্য রাশেদা ফেরদৌস (৪১) করোনায় আক্রান্ত হয়ে ২৫ জুলাই রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরহুমার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। শুক্রবার সেখানেই তাকে দাফন করা হয়।

[৪] জানা গেছে, রাশেদা ফেরদৌস গত ৫ মার্চ থেকে র‌্যাব-৩ এ কর্মরত ছিলেন। তিনি গাজীপুরের সফিপুরে মাতৃ ইউনিট ১ নারী আনসার ব্যাটালিয়নের সদস্য ছিলেন। এদিকে রাশেদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

[৫] শুক্রবার রাতে এক শোকবার্তায় তিনি বলেন, রাশেদা ফেরদৌস কোভিড-১৯ প্রাদুর্ভাব হওয়ার পর থেকেই র‌্যাবের চলমান সব অপারেশনাল কর্মকাণ্ডে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছিলেন। সাহসী এই নারী র‌্যাব সদস্যার অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। মৃত্যুঞ্জয়ী এই র‌্যাব সদস্যর জন্য র‌্যাব আজ গর্বিত এবং অনুপ্রাণিত। আমি প্রাণভরে সকল র‌্যাব সদস্যদের পক্ষ থেকে মহান আল্লাহতায়ালার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়