শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৮:৩৯ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধিনিষেধের প্রভাব কাঁচা বাজারে, বেড়েছে কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম

সমীরণ রায়: [২] করোনা সংক্রমণ প্রতিরোধে চলছে সরকারি বিধিনিষেধ। এতে করে বেড়েছে মাছ, মুরগি, ডিম, পেঁয়াজ, কাঁচা মরিচ ও সবজিসহ নিত্য পণ্যের দাম।

[৩] শুক্রবার (৩০ জুলাই) রাজধানীর কয়েকটি বাজারে ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি বেগুন ৬০, করলা ৪০, ইন্ডিয়ান টমেটো ১২০, বরবটি ৬০, চাল কুমড়া পিস ৪০, প্রতি পিস লাউ আকারভেদে ৫০, মিষ্টি কুমড়ার কেজি ৪০, চিচিঙ্গা ৪০, পটল ৩০, ঢেঁড়স ৩০, ধুন্দুল ৫০, কচুর মুখী ৪০ ও কাকরোল ৪০ টাকা। এসব বাজারে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি। পেঁয়াজের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫-৫০ , প্রতিকেজি কাঁচা মরিচ ৮০, কাঁচাকলার হালি ৩০-৪০, পেঁপে প্রতি কেজি ৪০, শসা ৬০ ও লেবুর হালি ১৫-২০ টাকায়। শুকনা মরিচ প্রতি কেজি ১৫০-২৫০, রসুন কেজি ৮০-১৩০, আদা ১০০, হলুদ ১৬০, চিনির ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির ডিম ডজন ৯৫-১০০ ও হাঁসের ডিম ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী (কক) মুরগির ডিমের ডজন ১৫০ টাকা। মুরগির প্রতি কেজি সোনালি ২০০-২১০, ব্রয়লার ১১০-১২০, লেয়ার ২১০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস ৭০০-৭৫০ ও গরু বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৫২-৫৪, মিনিকেট ৬০-৬২, পাইজাম ৫০, নাজিরশাইল ৬৫-৬৮, পোলাওর চাল ৯০- ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

[৪] বিক্রেতারা বলছেন, লকডাউনের প্রভাব পড়েছে কাঁচাবাজারে। এতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।

[৫] মিরপুর ১১ নাম্বার বাজারে চাল বিক্রেতা আমির হোসেন বলেন, চালের দাম আগের মতোই আছে। তবে দাম আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়