শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি পুনর্বহাল করলো ফিলিপাইন

সাকিবুল আলম:[২] ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জনা শুক্রবার রাজধানী ম্যানিলায় একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তের এ সিদ্ধান্তের কথা জানান। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক সচিব লয়েড জেমস অস্টিনও। ডয়েচভেলে

[৩] ভিজিটিং ফোর্সেস অ্যাগ্রিমেন্ট (ভিএফএ) নামের এ চুক্তি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার সৈন্য ফিলিপাইনে প্রবেশাধিকার ও একসঙ্গে সামরিক অনুশীলনের সুযোগ পাবে। নিয়মিতভাবে দেশ দুটি যৌথ সামরিক মহড়ায়ও অংশ নিতে পারবে।

[৪] চুক্তিটির বাস্তবায়ন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর জন্য অতি গুরুত্বপূর্ণ। তবে চীনের জন্য এ চুক্তিটি নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপাইন ও চীনের মধ্যে দ্বন্দ্ব এখনো চলমান। বিশ্লেষকরা বলছেন, এ সামরিক চুক্তি দেশ দুটির বৈরিতাকে আরো বাড়িয়ে তুলবে।

[৫] প্রতিরক্ষামন্ত্রী লরেঞ্জনা জানিয়েছেন, তিনি নিশ্চিত নন কেনো প্রেসিডেন্ট দুতার্তে তার এ সিদ্ধান্ত পরিবর্তন করলেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার পরই তিনি তার বাতিলকৃত চুক্তিটি পুনর্বহাল করেন বলে জানান তিনি।

[৬] ২০২০ সালের ফেব্রুয়ারিতে দুতার্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। ফিলিপাইনের একজন সিনেটরকে ভিসা দিতে অস্বীকৃতি জানানোয় এ সিদ্ধান্ত নেন তিনি। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়