শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানের সঙ্গে পরমাণু আলোচনা অনির্দিষ্ট কালের জন্য চলতে পারে না: ব্লিনকেন

রাকিবুল আবির: [২] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ইরান কী করতে চাইছে বা চাইছে না সে বিষয়ে আমরা নজর রেখেছি। এমনকি পরমাণু নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আমরা ভিয়েনায় ফিরে যেতেও প্রস্তুত আছি। তবে এই আলোচনা দিনের পর দিন চালিয়ে নেওয়া যায় না। আলজাজিরা, রয়টার্স

[৩] ২০১৫ সালে ভিয়েনায় অনুষ্ঠিত হওয়া পরমাণু চুক্তিতে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া, চীনের পাশাপাশি ইরানও অংশ নিয়েছিলো। এ বিষয়ে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে ইরানের সঙ্গে আলোচনায়ও জড়িত ছিলো।

[৪] এদিকে আয়াতুল্লাহ খামেনি জানান, ২০১৫ সালের পরমানু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র আবার বেরিয়ে যাবে না, এমন কোনো নিশ্চয়তা নেই। দেশটি বিদ্বেষপূর্ণ আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কোনো কারণ ছাড়াই যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করেছে।

[৫] ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী, ইরান পরমাণু কার্যক্রম সীমিত পরিসরে রাখতে পারবে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন ইরানের পরমাণু স্থাপনায় যেকোনো সময় পরিদর্শন করতে পারবে। এই শর্তে ইরান থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই চুক্তি থেকে সরে যান। ফলশ্রুতিতে ইরানও চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে শুরু করে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়