রাশিদ রিয়াজ : ইরানের কৃষিতে অন্তত ৫০টি ক্ষেত্রে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে ন্যানোপণ্য উৎপাদন করা হচ্ছে। এতদিন স্বাস্থ্য ও রাসায়নিক প্রযুক্তিতে ন্যানো প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ হলেও তা এখন বিস্তৃতি হচ্ছে ইরানের কৃষি খাতে। ন্যানো উপাদান ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার সঙ্গে সঙ্গে কৃষিতে প্রয়োজনীয় রাসায়নিক, কার্বন ন্যানোটিউবস, ন্যানোফাইবারস এবং ন্যানো পার্টিকেল এই প্রযুক্তিতে ব্যবহার করা হচ্ছে। উন্নত দেশগুলোতে ন্যানোপ্রযুক্তি খাদ্য নিরাপত্তা, গবাদি পশু লালন পালন, হাসমুরগি প্রতিপালন, এ্যাকুয়াকালচার, চাল উৎপাদন ব্যবস্থাপনা, কৃষি বায়োপ্রযুক্তি, পশু স্বাস্থ্য, স্মার্ট কৃষি, খাদ্য শিল্প ও পানি ব্যবস্থাপনায় ব্যবহার হচ্ছে। সম্প্রতি খুব স্পর্শকাতর বায়োকেমিক্যাল সেন্সর উন্নয়নের পর ইরানের ন্যানোপ্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে। মাটির প্রকৃতি ও গুণ বিশ্লেষণে, কৃষিতে, পানি ব্যবস্থাপনা, কীটনাশক ও নিউট্রেইন্টসে ন্যানোসেন্সর ব্যবহার করা হয়। কৃষি বর্জ থেকে ন্যানোকম্পোজিট সার উৎপাদনেও এ প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তেহরান টাইমস