শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ১২:৪৯ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের বোয়ালমারীতে আন্তজেলা ডাকাত দলের সদস্য রমজান শিকদার ওরফে রমজান ডাকাতকে (৪৪) গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

[৩] গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ছোলনা এলাকা থেকে গ্রেপ্তার করে।

[৪] গেপ্তারকৃ ব্যক্তি পৌরসভার ছোলনা গ্রামের ছিরু শিকদারের ছেলে ও আন্তজেলা ডাকাত দলের অন্যতম সক্রিয় সদস্য। ডাকাতিসহ ১০টির বেশি মামলার আসামি সে।

[৫] বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

[৬] থানা সূত্রে জানা যায়, চলতি বছরে ১৬ মার্চ রাতে উপজেলার বাইখির এলাকায় যতিন বিশ্বাসের মেহগনি বাগানে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ওই বাগানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে। ১৭ মার্চ বোয়ালমারী থানার উপপরিদর্শক সাহাদত হোসেন বাদি হয়ে থানায় ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রমজান শিকদারকে আদালতে পাঠনো হয়।

[৭] বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম ‘আমাদের সময় ডটকম’কে বলেন, রমজান আন্তজেলা ডাকাত দলের অন্যতম সদস্য। সে একজন খারাপ প্রকৃতির লোক। ডাকাতির পাশপাশি মাদকসহ আরো সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ থানায় ১০টির বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়া আশপাশের থানা গুলোতেও মামলা রয়েছে। সে দীর্ঘ দিন পলাতক থাকায় আইন শৃংখলা বাহিনী তার উপর নজর রাখছিল। রমজান এলাকায় ঢোকামাত্রই গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়