শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২১, ১০:০৭ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২১, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুটবলপ্রেমীদের ভোটে উয়েফার মৌসুম সেরা গোল মেহদি তারেমির

স্পোর্টস ডেস্ক : [২] উয়েফার ২০২০-২১ মৌসুমে সেরা গোলের পুরস্কার পেয়েছেন পোর্তো ফরোয়ার্ড মেহদি তারেমি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে তার বাইসাইকেল কিকে করা গোলটি সেরা নির্বাচিত হয়েছে।

[৩] ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জুলাইয়ের মধ্যে উয়েফার ক্লাব ও আন্তর্জাতিক প্রতিযোগিতার গোলগুলোই এখানে বিবেচিত হয়েছে। ১০ গোলের সংক্ষিপ্ত তালিকা করেছিল উয়েফার টেকনিক্যাল পর্যবেক্ষকরা।

[৪] চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগের যোগ করা সময়ে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে ১২ গজ দূর থেকে তারেমির বাইসাইকেল কিক ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে ঠিকানা খুঁজে পায়। জায়গায় দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না চেলসি গোলরক্ষক এদুয়াঁ মঁদির।

[৫] তারেমির ওই একমাত্র গোলে পোর্তো ম্যাচটি জিতলেও দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় পায় চেলসি, যারা শেষ পর্যন্ত জিতে নেয় আসরের শিরোপা। উয়েফার ওয়েবসাইটে ছয় লাখের বেশি ভোট পড়েছে, যার ৩০ শতাংশের বেশি পেয়েছেন ২৯ বছর বয়সী এই ইরানিয়ান ফুটবলার।

[৬] দ্বিতীয় সেরা হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ইতালির লরেন্সো ইনসিনিয়ের গোল। ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে গোলটি করেছিলেন ইনসিনিয়ে। আর ইউরোপা লিগের গ্রুপ পর্বে স্ট্যান্ডার্ড লিয়েগের বিপক্ষে রেঞ্জার্সের কেমার রফের মাঝমাঠ থেকে করা গোলটি হয়েছে তৃতীয়। - গোল ডটকম/ বিডিনিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়