শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৯:৩৬ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিউনেশিয়ায় সরকারের শীর্ষ কর্মকর্তাদের বরখাস্তের পর আরো ঘনীভূত হয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা

লিহান লিমা: [২] মঙ্গলবার রাতে তিউনিসিয়ার সেনাবাহিনীর প্রধান প্রসিকিউটরসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট কায়েস সাইদ। বুধবার জাতীয় টেলিভিশনের সিইওকে বরখাস্ত করেন তিনি। আল জাজিরা

[৩] এর আগে দেশটির প্রধানমন্ত্রী হিচেম মেচিচিসহ তিন মন্ত্রীকে বরখাস্তের পাশাপাশি পার্লামেন্ট এক মাসের জন্য স্থগিত করেন সাইদ। এ ছাড়া আইনপ্রণেতাদের দায়মুক্তির সংসদীয় বিধানও তুলে নিয়েছেন তিনি। তিউনিসিয়ার বিচারিক ক্ষমতার পাশাপাশি নির্বাহী ক্ষমতাও এখন ভোগ করছেন তিনি। মঙ্গলবার থেকে টানা এক মাসের কারফিউর ঘোষণা দেয়া হয়েছে।

[৪] ২০১৯ সালের নির্বাচনের আগে বিদেশিদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগে তিন রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দেয়া হয়েছে।

[৫] প্রেসিডেন্ট সাইদের এসব পদক্ষেপকে ‘অভ্যুত্থান’ হিসেবে নিন্দা জানিয়েছে তিউনিসিয়ার বিরোধী দলগুলো।

[৬] ‘আরব বসন্ত’ বিপ্লবের সূচনাকারী দেশ তিউনিসিয়ায় বিপ্লবের মাধ্যমে গণতন্ত্রের সূচনা হলেও কর্মসংস্থান ও অধিকারের আশা গুড়িয়ে যায়। এক দশক ধরে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তিউনিসিয়া। করোনা পরিস্থিতি আরো কঠোর করেছে।

[৭] মহামারি মোকাবিলায় অব্যবস্থাপনার কারণে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট সাইদ। ৬৩ বছরের রাজনীতিবিদ ও আইনের অধ্যাপক সাইদ ২০১৯ সালে নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়