শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৭:৫২ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু পরিবর্তন নিয়ে জরুরি অবস্থার প্রাথমিক ঘোষণা বিজ্ঞানীদের

সুমাইয়া ঐশী: [২] জলবায়ু পরিবর্তন নিয়ে আরো বেশি সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এনিয়ে প্রাথমিকভাবে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণায় স্বাক্ষর করেছেন ১৪ হাজার বিজ্ঞানী। বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয় বায়ো সায়েন্স জার্নালে। আল জাজিরা

[৩] বিজ্ঞানীদের স্বাক্ষরিত এই প্রতিবেদনে বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনজনিত চূড়ান্ত বিপর্যয় শুরুর প্রাথমিক পর্যায়ে আছি আমরা। তাই এখনই সময় এনিয়ে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়া। সেখানে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের পেছনে বড় কারণ হিসেবে যেগুলো কাজ করে তা প্রতিরোধে ব্যর্থ হচ্ছে সরকার। আর এটিই মূলত আমাদের চরম বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। ডয়েচে ভেলে

[৪] এনিয়ে ২০১৯ সালেও একটি মূল্যায়নভিত্তিক প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ক্রমবর্ধমান যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্যা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের দাবানল এবং দক্ষিণ এশিয়া ও আফ্রিকায় সাইক্লোনকে জলবায়ু পরিবর্তনের লক্ষণ বলে উল্লেখ করা হয়েছিলো।

[৫] বুধবারের এই প্রতিবেদনে তা নিয়ে প্রাথমিক জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে ১৪ হাজার বিজ্ঞানী একমত হয়েছেন। এনিয়ে ইউনিভার্সিটি অব এক্সাটারস গ্লোবাল সিসটেম ইনস্টিটিউট অ্যান্ড স্টাডির পরিচালক টিম লেনটন বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডায় যে মারাত্মক দাবদাহের ঘটনা ঘটেছে। এতেই বোঝা যাচ্ছে জলবায়ু কতটা অপ্রত্যাশিত এবং ভয়ানক হয়ে উঠেছে।ইন্ডিয়া টুডে

[৬] তিনি আরো বলেন, সমুদ্রের পানির তাপমাত্রা ও ডিঅক্সিডাইজেশন বৃদ্ধি, বরফ গলে যাওয়া জলবায়ুর ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়