শিরোনাম

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ১১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত্যু আরো ২৩৯, শনাক্ত ১৫,২৭১ জন, শনাক্তের হার ২৯.২১ শতাংশ

শাহীন খন্দকার ও সাজিয়া আক্তার: [২] বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে ২৭ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছিলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ১৫ হাজার ২৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জন।

[৩] গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ১৪,৩৩৬ জন এবং এপর্যন্ত সুস্থ হয়েছে ১০ লাখ ৫০ হাজার ২২০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ৬৪৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫৫,৯৮২টি নমুনা সংগ্রহ এবং ৫২,২৮২টি পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ৭৬ লাখ ৬৪,৮৭০টি নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৯ দশমিক ২১শতাংশ আর মৃত্যু এক দশমিক ৬৫ শতাংশ।

[৪] ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩৯ জনের মধ্যে পুরুষ ১২৩ জন, আর নারী ১১৬ জন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৩ হাজার ৭৫০ জন এবং নারী ৬ হাজার ৫০৫ জন। মারা যাওয়া ২৩৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭৬ জন, চট্টগ্রাম বিভাগের ৫৭ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, খুলনা বিভাগের ৪৫ জন, বরিশাল ও সিলেট বিভাগের ১৪ জন করে, রংপুর বিভাগের ১১ জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন ৯ জন।

[৫] স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৩৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন, বেসরকারি হাসপাতালে ৪৩ জন এবং বাড়িতে মারা গেছেন ১৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে ৯১-১০০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৮১-৯০ বছরের মধ্যে ১৪ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৪৩ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৬৫ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৫৭ জন, ৪১-৫০ বছরের মধ্যে ২৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১-৩০ বছরের মধ্যে ১৪ জন, ১১-২০ বছরের মধ্যে তিন জন এবং শূন্য থেকে ১০ বছর বয়সীর মধ্যে রয়েছে একজন।

[৬] এছাড়া দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা ২০০শ ছাড়িয়েছে। এদিন মৃত্যু হয় ২০১ জন, ২৮ জুলাই করোনায় মৃতের সংখ্যা ছিলো ২৩৭ জন এবং শনাক্তের সংখ্যা ছিলো ১৬ হাজার ২৩০ জন।

[৭] এর আগে, গত ১১ জুলাই দেশে করোনায় মৃত্যু হয়েছিলো ২৩০ জন, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন, ১৯ জুলাই ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন, ২১ জুলাই ১৭৩ জন, ২৬ জুলাই ২৪৭ জন এবং ২৭ জুলাই ২৫৮ জনের মৃত্যু হয়। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়