শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ০১:৪৯ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন টিকা নেওয়ার দাবিকারী সেই যুবককে তুলে নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে একই দিনে করোনাভাইরাসের তিন ডোজ টিকা নেওয়ার দাবি জানানো সেই যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা। বিডি নিউজ২৪

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুঁইগড় এলাকায় তার বাড়ি থেকে দুটি হাইয়েস মাইক্রোবাসে করে এসে মেডিকেল টিম পরিচয় দিয়ে তাকে তুলে নেয় বলছেন স্বজনরা।

টিকা গ্রহীতা ওমর ফারুক (২৪) নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুঁইগড় এলাকার অটোরিকশা জামাল হোসেন প্রধানের ছেলে। তার চার বয়সী এক ছেলে আছে।

তবে তার বোন ফারজানা আক্তার জানান, সন্ধ্যা ৭টার দিকে ওমর ফারুক তার মা রহিমা বেগমের মোবাইলে ফোন করে হাসপাতালে সুস্থ থাকার এবং তাকে চিকিৎসার জন্য নেওয়ার কথা জানিয়েছেন। চিকিৎসক আসলে তার চিকিৎসা শুরু হবে।
টিকা নেওয়ার ঘটনার বিবরণ দিতে গিয়ে ফারজানা জানান, তার ভাই সৌদি আরবের ভিসা পেয়েছেন। প্রবাসী অ্যাপ থেকে অনলাইনে নিবন্ধন করে গত ২৬ জুলাই ওই হাসপাতালে টিকা নেওয়ার জন্য যান।

সেখানে ‘প্রথমে তাকে এক বুথে ফাইজারের এক ডোজ টিকা দেওয়া হয়’। ফারুক বুথের স্বাস্থ্য কর্মীদের কাছে পরবর্তী করণীয় জানতে চাইলে পরের বুথে যাওয়ার পরামর্শ দেয়। সেখানে গেলে তাকে ‘আবার টিকা দেওয়া হয়’ এবং তাকে তৃতীয় বুথে পাঠায়। সেখানেও ‘তাকে আবারও টিকা দেওয়া হয়’।

ফারজানা বলছেন, টিকা নেওয়ার পর ওমর ফারুকের শরীরে থেমে থেমে সামান্য জ্বর, শরীরে ব্যথা হয়েছিল। এছাড়া ‘তেমন কোনো সমস্যা হয়নি’। তাকে ডাবের পানি, দুধ ও ডিম খাওয়ানো হয়েছিল।

তুলে নেওয়ার আগে হাসপাতালে যাওয়ার জন্য অনেকবার মোবাইলে ফোন আসে। ‘ভাই ভয়ে হাসপাতালের ফোন ধরেননি এবং যেতে চাননি’।

তিনি জানান, ওই টিমের এক পুরুষ নিজেকে ‘সহযোগী অধ্যাপক পরিচয় দিয়েছিলেন’। তার ভাইকে নিয়ে যাওয়ার সময় সঙ্গে তার স্বামী গোলাম সারোয়ার নাহিদকে পাঠানো হয়। কিন্তু পরে তাকে ফেলে তার ভাইকে নিয়ে যায় ওই টিম।
তবে কয়েকজন এলাকাবাসী জানান, মেডিকেল টিমের দুটি গাড়ির একটিতে লোকজনের কাছে অস্ত্র দেখেছেন।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, এ ধরণের ঘটনার বিষয়টি আমাদের জানা নেই। কেউ আমাদেরকে বিষয়টি জানায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়