শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২১, ১২:৩৬ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২১, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে একদিনে করোনা শনাক্ত ২০৫, মৃত্যু ১

জহিরুল ইসলাম শিবলু: [২] লক্ষ্মীপুরে গত ২৪ ঘনন্টার ব্যবধানে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। নতুন করে ৫৮৩ টি নমুনা পরীক্ষায় ২০৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। একই সময়ে করোনায় এক জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৬ জন। বুধবার বিকেলে জেলা সিভিল সার্জন ড. আবদুল গফফার এসব তথ্য নিশ্চিত করেছেন।

[৩] সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২৪ ঘন্টায় জেলায় সবচেয়ে বেশি ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন সদর উপজেলায়। এছাড়া রামগঞ্জের ৬১ জন, রামগতির ২২ জন, রায়পুরের ৩০ জন ও কমলনগরে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৪] শুরু থেকে এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৩০১৭ জন, রায়পুরে ৫৪৫ জন, রামগঞ্জে ৭৭৪ জন, কমলনগরে ৩৯৬ জন ও রামগতিতে ৩৪১ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৯৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮১ জন। জেলার পাঁচটি উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে।

[৫] খোঁজ নিয়ে জানা গেছে, করোনা রোগীদের সেবায় ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তিনটি আইসিইউ বেড, পাঁচটি হাই ফ্লো ন্যাজল ক্যানুলা রয়েছে। এছাড়া ২০টি অক্সিজেন কনসেনট্রেটরের মধ্যে সদর হাসপাতালে সাতটি, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি, কমলনগরে দুটি, রায়পুরে দুটি, রামগতিতে দুটি ও সিভিল সার্জনের অফিস স্টোরে পাঁচটি রয়েছে।

[৬] লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গফফার বলেন, আক্রান্তের সংখ্যা দিন দিনই বাড়ছে। ২৪ ঘন্টায় ২০৫ জন আক্রান্ত ও এক জনের মৃত্যু এ জেলার জন্য বিপজ্জনক। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, অবস্থা নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতিমধ্যেই যথাযথ ব্যবস্থা নিচ্ছে। স্থানীয়দের মধ্যে সামাজিক সচেতনতা কম, এতে করে সংক্রমণ আরো বাড়তে পারে। সরকারি ব্যবস্থার সাথে সাথে নিজস্ব উদ্যোগে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়